
hemanta mukherjee - gram chhara oi ranga mati poth كلمات أغنية
Loading...
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায়! হায়! রে
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায়! হায়! রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলায় রে
ও কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোন বাঁকে কি ধন দেখাবে
কোনখানে কি দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
كلمات أغنية عشوائية
- dfideliz - amo essa bunda كلمات أغنية
- yung dori - shade كلمات أغنية
- taichi - minirock كلمات أغنية
- dustin ransom - black letters (what you'll find) كلمات أغنية
- wheeler walker jr. - if my dick is up, why am i down? كلمات أغنية
- chelsea bain - ignite me كلمات أغنية
- jabberwocky - erratum كلمات أغنية
- vuk mob - e pa neka كلمات أغنية
- pat lagoon - game boy كلمات أغنية
- atna - shut your mouth كلمات أغنية