kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hemanta mukherjee - ei mor mono pakhi كلمات الأغنية

Loading...

এই মোর মন পাখি

এই মোর মন পাখি

ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা

এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি

হৃদয়ে কত ছোট আশা লয়ে
দ্বিধা ভরে এসেছিল
জীবনের আঙিনায় শুধু একবার
চেয়েছিল তবুও তো এলে না
জেনেশুনে ব্যথা দিলে
কেন মনে বলো না
এই মোর মন পাখি

নিমেষে আশা তুমি আলো হলে
আঁধারের ছলনা
তামসে মাজারে ক্ষণিকের তরে
মনে মনে কিছু দূরে চল না
স্বপ্ন মোর এ রাতের
সফল হলো কি বলো না

এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...