![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
hemanta mukherjee - ei mor mono pakhi كلمات الأغنية
Loading...
এই মোর মন পাখি
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
হৃদয়ে কত ছোট আশা লয়ে
দ্বিধা ভরে এসেছিল
জীবনের আঙিনায় শুধু একবার
চেয়েছিল তবুও তো এলে না
জেনেশুনে ব্যথা দিলে
কেন মনে বলো না
এই মোর মন পাখি
নিমেষে আশা তুমি আলো হলে
আঁধারের ছলনা
তামসে মাজারে ক্ষণিকের তরে
মনে মনে কিছু দূরে চল না
স্বপ্ন মোর এ রাতের
সফল হলো কি বলো না
এই মোর মন পাখি
ব্যাকুলিয়া যায় চলে
ফিরে ফিরে তবু সে চায়
সেই মনেরই বেদনা
এই মোর মন পাখি
كلمات أغنية عشوائية
- afrojack & shermanology - can't stop me - club mix كلمات الأغنية
- kingston trio - raspberries, strawberries - 1990 digital remaster كلمات الأغنية
- sem pauta - reticências كلمات الأغنية
- g-zon (la meute) - musique nuisible كلمات الأغنية
- flint - #hot16challenge كلمات الأغنية
- tony goldmark - cause it's french كلمات الأغنية
- alecxander - crown كلمات الأغنية
- the dreamer and the sleeper - the upside كلمات الأغنية
- blade brown - intro (bags & boxes 3) كلمات الأغنية
- alexander skip spence - weighted down (the prison song) كلمات الأغنية