hemanta mukherjee - chanchal mon anmona hoy كلمات الأغنية
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি, কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
গুন গুন গুন গানে
ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
كلمات أغنية عشوائية
- dylan saunders - nothing better (feat. britney coleman) كلمات الأغنية
- muchi - love n' evas كلمات الأغنية
- lboy bsc - trankilo كلمات الأغنية
- isaac davey - inside كلمات الأغنية
- guard - clean كلمات الأغنية
- buffalo (rock band) - shylock كلمات الأغنية
- daniel johnston - never die كلمات الأغنية
- young rascalz (ita) - downtown كلمات الأغنية
- nemo nebbia - vents contraires كلمات الأغنية
- roger velasquez - mal hombre كلمات الأغنية