hemant kumar - olir katha shune bakul hase كلمات الأغنية
Loading...
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।
كلمات أغنية عشوائية
- lara c. - darkroom كلمات الأغنية
- the garages - the tug كلمات الأغنية
- reredemption - until i feel like it كلمات الأغنية
- chi chill - love letter كلمات الأغنية
- gonzo g - lepeler كلمات الأغنية
- lhēon - i hate the way that i love you كلمات الأغنية
- lhēon - fools كلمات الأغنية
- mike glavin - sweet k كلمات الأغنية
- szesny - dropa كلمات الأغنية
- kyle constable - my habit كلمات الأغنية