
hemant kumar - olir katha shune bakul hase lyrics
Loading...
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।
Random Lyrics
- mimoza - madly lyrics
- jake adler - dear you lyrics
- james jencon - outro (dc2) lyrics
- melonautas - hidden track (en casa) lyrics
- k'nek - no games lyrics
- zmakovski - 100 rana lyrics
- wild4thenight - te lo racconterei lyrics
- sorn - nirvana girl lyrics
- willie sees green - goin up (remix) lyrics
- luvsic - say goodbye lyrics