
hemant kumar - olir katha shune bakul hase كلمات أغنية
Loading...
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মতো
তুমি আমার কথা শুনে হাসনাতো
ধরার ধূলিতে যে ফাগুন আসে
কই তাহার মতো
তুমি আমার কাছে কভু আসনাতো।।
আকাশ পারে ওই অনেক দুরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মতো
তুমি আমার স্বপ্নে কভু ভাসনাতো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মতো তুমি করোনা কেন
ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়-এ একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি।
যেমন করে সে ভালবাসে
কই তাহার মতো
তুমি আমায় কভু ভালবাসনাতো।।
كلمات أغنية عشوائية
- manillio - montana كلمات أغنية
- initial talk - please don't disturb كلمات أغنية
- chronic nostalgics - falling into the sky كلمات أغنية
- caitlyn shadbolt - right kind of wrong كلمات أغنية
- paulina wagner - nein nein nein كلمات أغنية
- 8 graves - tunining out كلمات أغنية
- sungazer - the dark كلمات أغنية
- wyfe - '95 كلمات أغنية
- league of legends, besomorph & pvris - burn it all down (besomorph remix) كلمات أغنية
- jaytwogo - for real كلمات أغنية