heartzrelation - shopno rekha كلمات الأغنية
Loading...
যাবে যদি যাও চলে যাও মুছে,
আমার কবিতায়।
তবে জেনে যাও আমার শব্দের লীন চেতনায়,
আজ থেকে নও তুমি অন্য কেও
আমার শব্দের নতুন স্বপ্ন রেখা
ও পাশ থেকে সূর্যোদয় এ,
রাতের মূর্ত আধার ভাংগে।
কালোর ডাকে আলোর অস্তিত্বে,
তমশা ছেড়ে নগ্ন হয় পৃথিবী।
যাবে যদি যাও দেখবো আমি,
তোমার বিদায়।
তবে জেনে যাও আমার দুহাতের নতুন অস্তিত্বে,
আজ আর তো নেই তুমি,
অন্য কেও আমার শব্দের নতুন স্বপ্নরেখা।
كلمات أغنية عشوائية
- vast - a menina que se foi كلمات الأغنية
- namie amuro - no كلمات الأغنية
- stillwater - sad eyes كلمات الأغنية
- the thorpes - crazy crazy كلمات الأغنية
- the thorpes - last thing he saw was the moon كلمات الأغنية
- stimulator - on top of the world كلمات الأغنية
- stimulator - mixed signals كلمات الأغنية
- stimulator - fame is lame كلمات الأغنية
- paul kantner - diana 2 كلمات الأغنية
- paul kantner - china كلمات الأغنية