
hatirpool sessions - tulonamulok rodchaya كلمات أغنية
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
ছায়া নিয়েই ভাবো
তুমি ছায়ার ছবি আঁকো
বাঁচিয়ে রাখো লাবণ্যতা
রোদ থেকে দূরে থাকো
[instrumental]
[verse]
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
রোদের স্বপ্নে কাঁদো
তুমি রোদকে ভেবেই জাগো
তবু তোমার, তবু তোমার
তবু তোমার প্রভুর আদেশ
ছায়াটা আগলে রাখো
[chorus]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
শীতের দিনে ভয় কেন পাও?
ছায়াই গায়ে মাখো
[outro]
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা সঙ্গে রাখো
ছায়ার সঙ্গে থাকো
তুমি ছায়াটা…
كلمات أغنية عشوائية
- the secret suspects - afterlife كلمات أغنية
- ramallah - the times we had كلمات أغنية
- diana gordon - world on fire كلمات أغنية
- made in brazil - eu não sei se mudaria كلمات أغنية
- micsteam - north 5150 homicide drive كلمات أغنية
- american credit - politician song كلمات أغنية
- icy kash - island كلمات أغنية
- fbg duck - dead bitches كلمات أغنية
- scotty overdose - drowning in hell again كلمات أغنية
- dj leangun - what you wanna do كلمات أغنية