kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hatirpool sessions - shanti nai كلمات أغنية

Loading...

[chorus]
এ জলে ও জলে ডুবে ভাসি
সাঁতরে পার মুখোমুখি অগ্নিস্নান
পুড়ছি হায় যন্ত্রণায়
নির্ঘুম নির্ঘুম রাত_সকাল
বেলা গড়িয়ে বাড়ছে আকালটাই
ধুর ছাই, শান্তি নাই

[pre_chorus]
জানালা বন্ধ, জানালা খোলা
আলো লাগে চোখে বাতাস গায়ে লাগে না
শান্তি নাই, শান্তি নাই
অস্থির অস্থির লাগছে খুব
ধরফর কেমন কাপছে এই বুক
পুড়ছি তাই যন্ত্রণায়, শান্তি নাই

[chorus]
এ জলে ও জলে
ডুবে ভাসি, ডুবে ভাসি
এ জলে ও জলে
ডুবে ভাসি ডুবে ভাসি
এ জলে ও জলে

[verse 1]
ক্ষতগুলো মুছে গেলেও শরীরে থেকে যায়
মনগড়া ছায়াগুলো জড়িয়ে রাখে আমায়
ক্ষতগুলো মুছে গেলেও শরীরে থেকে যায়
জানি উপায় নাই
[instrumental break]

[verse 2]
শান্তির এই ক্রান্তি লগ্নে
আগুন আমার গোটা অঙ্গে
কতকাল দৌড়ে দৌড়ে বেড়াই সায়েম জয়ের সঙ্গে সঙ্গে
দুই গাঁয়ের অশান্তিতে
কত আলাপ গড়ে_ ভাঙে
কত প্রণয় উপচে পড়ে
দুই নশ্বরের এই দ্বন্দে
থেকে যায় তলানি
লাল স্টুডিওর ওই লাল রঙে
থেকে যায় তলানি
লাল স্টুডিওর ওই লাল রঙে

[chorus]
প্রেম করলে শান্তি নাই
গান ধরলে শান্তি নাই
শান্তির মা ঘুমায় গেছে
খুঁইজা তারে পাই নাই
প্রেম করলে শান্তি নাই
গান ধরলে শান্তি নাই
শান্তির মা ঘুমায় গেছে
খুঁইজা তারে পাই নাই
প্রেম করলে শান্তি নাই
গান ধরলে শান্তি নাই
শান্তির মা ঘুমায় গেছে
খুঁইজা তারে পাই নাই
প্রেম করলে শান্তি নাই
গান ধরলে শান্তি নাই
শান্তির মা ঘুমায় গেছে
খুঁইজা তারে পাই নাই
প্রেম করলে শান্তি নাই
গান ধরলে শান্তি নাই
শান্তির মা ঘুমায় গেছে
খুঁইজা তারে পাই নাই
প্রেম করলে শান্তি নাই
গান ধরলে শান্তি নাই
শান্তির মা ঘুমায় গেছে
শান্তি নাই
[outro]
থেকে যায় তলানি
লাল স্টুডিওর

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...