
hatirpool sessions - monohor كلمات أغنية
Loading...
[chorus]
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
[verse]
বহুদূর দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়
পিছু ডেকে যায় অস্ফুট কৈশোর
মুছে যাওয়া সেইসব সন্ধ্যা শীতল
আমাদের প্রাণে ডেকে ওঠে “মনোহর”
কিছুক্ষণ মনোরম তোমারই সাথে
স্বপ্নের ভেলায় দাঁড় ফেলে আঙিনায়
[chorus]
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
গোধূলীর আলোর সোনালী বিচরণ
স্নিগ্ধ তনু ফিরে চায় সে সময়
কিছু কাল মনেরই কাছে গেঁথে রয়
ভরে যায়, বলে উঠে, “মনোহর”
[chorus]
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”
আমাদের প্রাণে বেজে ওঠে “মনোহর”
আমাদের গানে বেজে ওঠে “মনোহর”
كلمات أغنية عشوائية
- vonda shepard - long term boyfriend كلمات أغنية
- melissa smith - lost in love كلمات أغنية
- sawyer brown - hallelujah he is born كلمات أغنية
- nek - llegas tu كلمات أغنية
- reamonn - every time she goes away كلمات أغنية
- vonda shepard - i shy away كلمات أغنية
- lagwagon - life without you كلمات أغنية
- chamillionaire - in love wit' my money كلمات أغنية
- heavy d the boyz - is it good to you كلمات أغنية
- sawyer brown - like a john deere كلمات أغنية