
hatirpool sessions - jolojyanto manushera كلمات أغنية

[verse]
জ্বলজ্যান্ত মানুষেরা নদীর মতন গায় গান
জলজ্যান্ত মানুষেরা নদীকে ভালোবাসি বলে
পুরোনো ছলাকলায় শব্দের সাথে করে অভিমান
আর খেলে খেলে
নদীর সাথে সময় মাখে
বাজার_ঘাটে সারারাত
জ্বলজ্যান্ত মানুষেরা নদীর মতন গায় গান
জলজ্যান্ত মানুষেরা নদীকে ভালোবাসি বলে
পুরোনো ছলাকলায় শব্দের সাথে করে অভিমান
আর খেলে খেলে
নদীর সাথে সময় মাখে
বাজার_ঘাটে সারারাত
[chorus]
জ্বলজ্যান্ত মানুষেরা কোরআন পড়ে নদীর পাশে
জলজ্যান্ত মানুষেরা প্রদীপ জ্বালায় ওই নদীর ঘাটে
জ্বলজ্যান্ত মানুষেরা কোরআন পড়ে নদীর পাশে
জলজ্যান্ত মানুষেরা প্রদীপ জ্বালায় ওই নদীর ঘাটে
[post_chorus]
মন্ত্র বাক্য সুরে গানে খোদায় কাঁদে মেঘের কাঁদন
আর দূরে কোথাও গলা ছেড়ে গাইছে সবাই
বৃষ্টি আইলো এই শহরময়
[chorus]
জ্বলজ্যান্ত মানুষেরা ভোরের আলোয় রক্তখেকো
জলজ্যান্ত মানুষেরা পুড়ায়া দেয় দিল্লী_দামেস্কো
জ্বলজ্যান্ত মানুষেরা ভোরের আলোয় রক্তখেকো
জলজ্যান্ত মানুষেরা পুড়ায়া দেয় দিল্লী_দামেস্কো
[post_chorus]
নদীর হাওয়া উজানে বয়ে নিয়ে যায় গাছের এলিজি
আর আমার নদীগলা ছেড়ে কাইন্দা বলে
“লাল হইলো ক্যান এই মাটি?”
[outro]
মরে যাওয়া মানুষেরা ভালবাসার কথা বলে না
মরে যাওয়া মানুষেরা ঝড় দেখে আর ভয় পায় না
পুরনো ছলকলায় নদীদের আর মান ভাঙে না
আর তোমার গলার কান্না সুরে আঙুলের ফাঁকে
শব্দছায়া হারাইয়া যায়
كلمات أغنية عشوائية
- sudnhate - décor كلمات أغنية
- lil mama aisha - second chances كلمات أغنية
- airmow & riell - maybe you're just boring كلمات أغنية
- aleksandra prijović - bogata sirotinja كلمات أغنية
- jorge villamil - el barcino كلمات أغنية
- wess & dori ghezzi - tutto bene كلمات أغنية
- kaia - cherry (feat. ni) كلمات أغنية
- the excavators - working ain't hardly working كلمات أغنية
- dead flwr - run up كلمات أغنية
- pesky gee! (aka black widow) - piece of my heart كلمات أغنية