hatirpool sessions - janina keno je كلمات الأغنية
[chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
[verse 1]
চঞ্চল মন হায় উড়িয়া যেতে চায়
সবুজ বনে বাঁদাড়ে
করিয়া কানাকানি বিষয় না জানি
নিশীথ অসীম আঁধারে
চঞ্চল মন হায় উড়িয়া যেতে চায়
সবুজ বনে বাঁদাড়ে
করিয়া কানাকানি বিষয় না জানি
নিশীথ অসীম আঁধারে
[pre_chorus]
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
[chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
[verse 2]
চঞ্চল মন যায় স্বপ্নে মৃদু পায়
হারাতে দূরে পাহাড়ে
সংগী হতে চায় পড়িয়া মোহনায়
মিশিতে গহীন সাগরে
চঞ্চল মন যায় স্বপ্নে মৃদু পায়
হারাতে দূরে পাহাড়ে
সংগী হতে চায় পড়িয়া মোহনায়
মিশিতে গহীন সাগরে
[pre_chorus]
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
[chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
كلمات أغنية عشوائية
- fallulah - bloodline كلمات الأغنية
- сюмбель билалова - мэхэббэткэ юк ара كلمات الأغنية
- chase - way too precious كلمات الأغنية
- fallulah - deserted homes كلمات الأغنية
- sonic boom six - ya basta! (rebel alliance mix) كلمات الأغنية
- pascow - briefe an patti smith كلمات الأغنية
- unden leslie - alone at night كلمات الأغنية
- royal tusk - smoke rings كلمات الأغنية
- fallulah - lost كلمات الأغنية
- kittyteam - wirehive mind كلمات الأغنية