
hatirpool sessions - carew & co كلمات أغنية
[verse]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[pre_chorus]
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
[chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
[post_chorus]
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
[instrumental break]
[verse 2]
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ_মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ_মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
[chorus]
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
[bridge]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
كلمات أغنية عشوائية
- boofpaxkmooky - soul food كلمات أغنية
- dylan raps - mines كلمات أغنية
- unknown artist - banana song (minions cover) كلمات أغنية
- twinkle park - glass beach (ornamental ver) كلمات أغنية
- dydo - prestami il cuore كلمات أغنية
- safree - fluye كلمات أغنية
- roc sol - prayer hands كلمات أغنية
- priince888 - drama كلمات أغنية
- maddy prior - staines morris كلمات أغنية
- peach candy (rasheeda & kandi) - wish i never كلمات أغنية