
hatirpool sessions - biroti كلمات أغنية
[verse 1: rupakalpa chowdhury & choir]
তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
তুলে অন্ধকারের গান
জোনাকিরা আনে তৃষ্ণার সন্ধান
হাজারো জমা চিঠির শোরগোলে
নিশ্চুপ কথারা ইতি টানে
যেন ডুবে সপ্নজলে
ক্ষতগুলো ভাসছে আমায় ঘিরে
রাতের ঘুমের মহা ঔষধ
আমার এই কষ্ট যেনো পরিচিত চাদর
[chorus: rupakalpa chowdhury & choir]
তবে আমি এই ছায়াগল্প ছেড়ে
উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী_ই বা যায়_আসে?
[post_chorus: rupakalpa chowdhury & choir]
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই, সময় নেই, সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
যদি একটু সময় নেই (সময়)
সময় নেই (সময়), সময় নেই
[instrumental break]
[guitar solo]
[verse 2:rupakalpa chowdhury & choir]
দেয়ালে আমি জানালা এঁকেছি অগনিত সকাল
পথে পথে স্বপ্ন হেঁটেছি শতক্রোশ
হিসাবের বদলে যত্ন লিখে নিও
কঠিন এই জীবনযুদ্ধে শক্তি খুঁজে নিও
হায়, পাই নি যা অতীতে, গিয়েছে যা কিছু হারিয়ে
তা খারাপ নয় যদি স্বীকার করে বাঁচি শান্তিতে
[chorus: rupakalpa chowdhury & choir]
উড়ে যেতে সূর্য পানে
নিরুদ্দেশ যদি থাকি বেশ
তাতে কী_ই বা যায়_আসে?
كلمات أغنية عشوائية
- bethany barnard - comfort كلمات أغنية
- grand hallway - off the grid (alternate demo version) كلمات أغنية
- kevin burke - pool house كلمات أغنية
- saintsonfriday - weil sie nicht weiss كلمات أغنية
- https://medsengaged.com/ - buy xanax 2mg online without prescription كلمات أغنية
- banda universos - tudo vai mudar كلمات أغنية
- salsal - khapta كلمات أغنية
- ryan lagup - serious كلمات أغنية
- andika mahesa - dimana perasaanmu (feat. dodhy) كلمات أغنية
- ella henderson - handle my own كلمات أغنية