
hatirpool sessions - anondo dao كلمات أغنية
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
ব্যাকুল করো না
দূরের ফসল ঘ্রাণে আমায়
ব্যাকুল করো না
বসন্তকে গাইতে দিও গান
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
আনন্দ দাও সাদা জবায়
দিনের হাসি, রোদের কিরণ
এসব বলো কে চায়?
আনন্দ দাও সাদা জবায়
রাতের ছায়া, অজানা ভয়
যেমন ডাকে আমায়
আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
আনন্দ দাও ভ্রমর গুঞ্জনে
গাছের ছায়ায় তারা ঘুরে ঘুরে খেলে
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
আনন্দ দাও
পাখিদের ছুটে চলায়
ডানার গানের
শব্দ ছাপায়
ভ্রমরদলের ছায়ার গুঞ্জনে
আনন্দ দাও
পাখিদের ছুটে চলায়
ডানার গানের
শব্দ ছাপায়
ভ্রমরদলের ছায়ার গুঞ্জনে
উল্কা ছুটে আসে আকাশ চিরে
নীল মেঘ ছুঁয়ে হয় বোকা দিশেহারা
উল্কা ছুটে আসে আকাশ চিরে
নীল মেঘ ছুঁয়ে সে থীর হয় মধ্যগগনে
আনন্দ দাও
আমাদের ফুলে
বসন্ত নব গানে
ব্যাকুল করো না
দূরের ফসল ঘ্রাণে আমায়
ব্যাকুল করো না
বসন্তকে গাইতে দিও গান
كلمات أغنية عشوائية
- raefe. s - say your goodbyes كلمات أغنية
- dayzago - one of them كلمات أغنية
- ibraah - dharau كلمات أغنية
- dipoe - nie warto كلمات أغنية
- dipoe - niech to nie gaśnie كلمات أغنية
- zemaru - .30 كلمات أغنية
- bou, camo & krooked, mefjus - nan slapper كلمات أغنية
- claudio villa - mondina كلمات أغنية
- badr (fra) - bella كلمات أغنية
- lil air conditioner - legend of the ass scratcher كلمات أغنية