kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hatirpool sessions - ami doure berai كلمات الأغنية

Loading...

[chorus]
আমি দৌড়ে_দৌড়ে_দৌড়ে বেড়াই
হারিয়ে ফেলি প্রিয় মুখটাই
তুমি কেমন আছো জানতে ইচ্ছে হয়
তুমি এখনও কি সময়_অসময়
উলটে ফেলো তোমার ashtray_টাই?

[post_chorus]
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
তুমি আর একটা গান শোনাও না
আমার খুব বেশি নেই যে সময়
[chorus]
আমি খুঁজে_খুঁজে_খুঁজে ফিরি
কেন মন জুড়ে এত হাহাকার
আমি কোথাও রাখিনি কোনো ঠাঁই
তাই হারিয়ে ফেলেছি জীবন

[post_chorus]
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই
তুমি আর একটা গান শোনাও না
সেরে উঠুক মনের অসুখটাই

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...