
hasan - keno monke bojhate كلمات أغنية
ও মন, এই মন
বোঝাতে পারি না
আমারও ছিল কত রাত
কত নক্ষত্র ভরা রাত
আমারও আসতো প্রভাত
সে তো সূর্যের আলোয় ভরা
ছিলো এক স্বপ্ন মানুষ
ধরে রাখতো গভীর মমতায়
হটাৎ সে ঝড়ো হাওয়াতে
তাকে কাছ থেকে দূরে নিয়ে যায়
কেন মনকে বোঝাতে পারি না
যে যায়, ফিরে আসে না?
কেন ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়?
কেন মনকে বোঝাতে পারি না
যে যায়, ফিরে আসে না?
কেন ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়?
জানি না কেন জীবনে শুধু আসে প্রলয়
তীব্র কিছু ভুল স্রোতে আগামী ভেসে যায়
জানি না কেন জীবনে শুধু আসে প্রলয়
তীব্র কিছু ভুল স্রোতে আগামী ভেসে যায়
প্রিয়জন হারিয়ে যে জন
নিভৃতেই সময় কাটায়
এ হৃদয়ে এতো তোলপাড়
কেউ তো খবর রাখে না
কেন মনকে বোঝাতে পারি না
যে যায়, ফিরে আসে না?
কেন ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়?
যে আগুন দৃশ্যমান নয়
সে পোড়ায় কেন এতো?
যে ফাগুন নিমিষেই চলে যায়
না বোঝে ব্যথা যত
প্রিয়জন হারিয়ে যে জন
নিভৃতেই সময় কাটায়
এ হৃদয়ে এতো তোলপাড়
কেউ তো খবর রাখে না
কেন মনকে বোঝাতে পারি না
যে যায়, ফিরে আসে না?
কেন ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়?
আমারও ছিল কত রাত
কত নক্ষত্র ভরা রাত
আমারও আসতো প্রভাত
সে তো সূর্যের আলোয় ভরা
ছিলো এক স্বপ্ন মানুষ
ধরে রাখতো গভীর মমতায়
হটাৎ সে ঝড়ো হাওয়াতে
তাকে কাছ থেকে দূরে নিয়ে যায়
কেন মনকে বোঝাতে পারি না
যে যায়, ফিরে আসে না?
কেন ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়?
কেন মনকে বোঝাতে পারি না
যে যায়, ফিরে আসে না?
কেন ফেলে আসা অতীত কাঁদায় যন্ত্রণায়?
كلمات أغنية عشوائية
- wike (bra) - anakin كلمات أغنية
- youngboy never broke again - wipe yo tears كلمات أغنية
- mm44 turbo shitpost machine - snippet 03/04/24* كلمات أغنية
- cleaners from venus - cinderella كلمات أغنية
- cleo (클레오) (kor) - 순애보 (pure love) كلمات أغنية
- yc (yung chris) - yeah كلمات أغنية
- altın gün - vallahi yok كلمات أغنية
- tytyty - после полудня (afternoon) كلمات أغنية
- agrupación kumbia bonita - mix vasito de chicha كلمات أغنية
- kvinka - i'm queen كلمات أغنية