
hasan - eto kosto kano valobasaye كلمات أغنية
Loading...
চারিদিকে উৎসব
পরিপুর্ণ নিয়ন আলোয়
আমার এ পৃথিবী
ঘিরে আসছে আঁধার কালোয়
সানাইয়ের সুর
নিয়ে যাবে দুর
একটু একটু করে তোমায়
আজকে রাতেই তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
বিশ্বাস যেখানে
অবিশ্বাসের সুরে
বেজে উঠেছে
থাকবে না আমার
সে কথা বুঝতে যেন
দেরি হয়েছে
মগ্ন ছিলাম
তোমার ভালবাসার
ইন্দ্রজালে
মানুষ আমি
কেন তলিয়ে গেছি
আমারই ভুলে
সানাইয়ের সুর
নিয়ে যাবে দূর
একটু একটু করে তোমায়
আজকে রাতেই তুমি অন্যের হবে
ভাবতেই জলে চোখ ভিজে যায়
এত কষ্ট কেন ভালবাসায় ।
كلمات أغنية عشوائية
- £.vıewƶ - playlist كلمات أغنية
- kekra - distances كلمات أغنية
- samuel e. wright - three little birds كلمات أغنية
- matias poro - somewhat happy كلمات أغنية
- sikander kahlon - john terry كلمات أغنية
- jules bennett - marx كلمات أغنية
- bylwansta - the homie كلمات أغنية
- ceschi - any war كلمات أغنية
- donatella moretti - per troppo amore كلمات أغنية
- margot kix - libertas requiem كلمات أغنية