
hannan & shezan - peep peep كلمات أغنية
[intro: hannan]
এহে, মহল্লার পোলাপানডি আয়া ফেলসে এনো
ধোপ, ব্যাটা, ভাল্লাগে এডি? যা
[chorus: hannan]
পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগো থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগো থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
[verse 1: hannan]
এই auto আগে টান দে, public দি কয়, “বান দে”
মাথা লমু পরে তর আগে কথায় কান দে
টিক টিক চান্দে, ফেরেস্তা দুই কান্দে
অনেকজনে tension_এ আর বাকি সবটি চাঙে
গুল্লি করবি ammo কই? demo না ভাই গান কই?
সেল্লা এডি পান কই? বহেন মশাই, যান কই?
আহেন দুইডা গান কই, বাঁশি বাজাই টান লই
কারে আনবি আন শই, record একদিন ভাঙবোই
আইসে আমার ছিরুডি, বাংলা ছবির হিরুডি
নৌকা নি ভাই তুমি কও? যেনে হেনেই ভিরো দি?
যাত্রার নাইগা বিরতি, আকাম তোমগো নিয়তি
beat টা এদিক দিও দি, কাইড়া কপাল নিও দি
চায়ের ভিত্তে শক্কর, diamond সবডি অক্ষর
কার লগে কার টক্কর? শান্তি পাইলে ভোগ কর!
মইরা গেলে শোক কর, জানি বহুত লোভ তর
ঘরের ভিত্তে ক্ষোপ আর পরের টাতেই চোখ তর
[chorus: hannan]
পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগো থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগো থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
[verse 2: hannan]
vroom vroom গাড়িতে, তেজ দেহাবি বাড়িতে
ঠিক রাখে পুরুষে আর খেঁচ লাগায় নারীতে
আগুন তোমার শাড়িতে, ঊডান পারে শালিকে
কুত্তা পালি ভালোবাইসা মায় জিগায় পালি কে?
১৪২১ কোড কানাই gun এর magazine লোড বানাই
কলমের আগায় flag টানাই flow দিয়া blade টানাই
rapper এডি কি জানে? ফর্মা নি যে team আনে?
শনি_রবি_সোম তর কপালে যে কি টানে
culture ভুইল্লা খাইসিস মগের মুল্লক পাইসিস
মামুর ব্যাটা, ভাগ চালু. কোতার থেকেন আইসিস?
spot_এ আসি বইলাই জান ডা ফিরা পাইসিস
যারা ভাবে প্যারা দিসে সবটি paralysis
আমরা যা কই facts আমগো গলার ভিত্তেই axe
income খায়া লায় tax তাও কামের speed max
কিরে কি না বলে দেস? connection wireless
দোয়া দিলাম ভিক্ষা কইরা খা, ল god bless!
[chorus: hannan]
পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগো থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগো থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
[verse 2: shezan]
এডি লালে লাল শাহজালাল না, লাল মুইক্খা বান্দর
এদিক পোলাপাইনেও জানে কাগোর নাম বেইচ্চা নাম তর
রাহি উপরের দিকে চোউখ, আর এমনই কাম হউক
জানি আমি কথা না কই, আমার কামেই কথা কউক
যেমনে নদী চিনে সাগর, এডি নডি চিনে নাগর
মাটিত বিছনা, নাইগা চাদর
হিগসোত জুতা মাইরা আদর
আমরা লোক দেইখা মাল উডাই
আর নোট দেইখা কাম উডাই (ল)
তালের সময় নাচাইয়া লই ( নাচ, বান্দিরপোলা)
ঝালের সময় ঝাল উডাই
তর ভাই last_এর তে first_এ
এই নসু, বাইরা class_তে
গল্লিত কথা কবি আস্তে
আর ঠোল্লা ধরলে busted (busted)
খাওন পাস না, যাস গা বাছতে
গান পাকায়া নামাই গাছতে
দশদিন বইয়া ফাঁসাইবি
তয় একদিন লাগবে ফাঁসতে
হুদাই খাতির ক্যা ভাই খাতির কারে কি দিসে?
খাতির লাগায় ২০০ বচ্ছর বানায় খাইলো british_এ
কামে পাবি golden touch হাত দেই যেই জিনিসে
ওস্তাদের মাইর শেষ রাইতে খেলতে আহি finish_এ (ল)
জিনিসে ধার দিলে টান হয় যেমনে মাড় দিলে
কষ্ট দিস না মার দিলে, ভালা হবি পার দিলে
পায়া লইবো ছাড় দিলে, লাল card তুই match_এ
তফাত ক, কেডায় বানায় নাম? কেডায় বেচে?
ফাইনালে যাবি কইত্তে? fail মারসোত test_এ
career mode, vice city, জীবনডাই তর wasted
পারের সময় পার চলবো দিয়া আহিস case_tase
পিপ পিপ চাইপ্পা, ল running k!llaz express
[chorus: shezan, shezan & hannan, hannan]
পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগোর থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
এই পিপ পিপ চাইপ্পা লতির লগদা মাইপ্পা
দিমু চিত্র আঁইক্কা বয়সের আগে পাইক্কা
হকের কষ্ট হাইক্কা চাইরোপাশে মাইক্ষা
কি লাভ তগো থাইক্কা? রাখতারলিনা ঢাইক্কা
[outro: hannan]
yo, big shoutout to the beastbuzz
1421, k!llaz kulture, wrong side
‘হ’ তে হান্নান
‘হ’ তে হান্নান
كلمات أغنية عشوائية
- tive - 2fpf كلمات أغنية
- great good fine ok - blame كلمات أغنية
- gerra og - stupid boi كلمات أغنية
- nvrzn - 3aces كلمات أغنية
- juliana hatfield - telephone line كلمات أغنية
- avenuepluggg - 164gohard كلمات أغنية
- souldrainer - they all die كلمات أغنية
- scally_scam51 - vjlink كلمات أغنية
- placebo - beautiful james (live from the white room) كلمات أغنية
- dmg 96 - syrop truskawkowy كلمات أغنية