
halden wofford and the hi-beams - whippoorwill كلمات أغنية
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো.
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো.
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
…
তা না না না না টিন টানা তেরে না
তা না না না না তিন টানা তেড়ে না
…
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা.
মনকে শুধু পাগল করে ফেলে।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা.
মনকে শুধু পাগল করে ফেলে।
…
হুম হু হুম হু হা হা হা হা
হুম হুম হুম হা হা হা হা
টা র তা টা টা
তা রা রে রা রা
…
তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা ।
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।
তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা ।
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ।
ওম দিম তা না দিম তানা
তা না দেরে তা না না (2)
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।
ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে।
একমুঠো রোদ আকাশ ভরা তারা
ভেজা মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।
তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রং রাতে মিশে কালো.
কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো।
كلمات أغنية عشوائية
- svdden death - maze of punishment (funtcase remix) كلمات أغنية
- jay montana - love & affection كلمات أغنية
- kamban - on the road كلمات أغنية
- safezonefire - frame rate كلمات أغنية
- svlarswg, highsamz - co jest z moja glowa كلمات أغنية
- saalfrat alarhaji - kontenery كلمات أغنية
- essie curtis-rockwell - in the mean time كلمات أغنية
- joey alberona - party boi so lame كلمات أغنية
- yayu - plr_highertower كلمات أغنية
- phantom $ensation - where's my mind? كلمات أغنية