
hakka - tumi ki amay khojo? كلمات أغنية
Loading...
[verse 1]
তুমি কি আমায় খুঁজো?
খোঁজার মতন
তুমি কি আমায় বোঝো?
বোঝার মতন
তুমি কি আমায় চাওনা?
আমি তোমারই হবো
তুমি কি বলো চাওনা?
এ গান শোনাবো
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমার মতন?
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
[verse 2]
তুমি কি বলো আসবে?
যদি দু’হাত বাড়াই
তুমি কি বলো খুঁজবে?
যদি হঠাৎ হারাই
তুমি কি আমার মনে
বলো একাই থাকো?
তুমি কি আমার মনের বারান্দার
দরজা বন্ধ রাখো?
তোমার আমার প্রেম রটিয়ে যাবে
ওই মেঘের দেশে
তুমি আসবে বলে
আজ ফোটেনি তো ফুল
পাতা ঝরেনি, আসবে তো?
[chorus]
তুমি কি আমায় ভালোবাসো
আমারই মতন?
মমম…
তুমি কি আমায় ভালোবাসো না
তোমার মতন?
كلمات أغنية عشوائية
- jillian steele - when did you know? كلمات أغنية
- 6ix (fra) - avachis كلمات أغنية
- sirotkin - с самых высоких скал (from the highest cliffs) كلمات أغنية
- pure bathing culture - temples of the moon كلمات أغنية
- frança og - drip do lenço كلمات أغنية
- maka - pena penita pena كلمات أغنية
- mala agatha - kuat ati كلمات أغنية
- lloyd spiegel - road, dirt and rail (live) كلمات أغنية
- ely - local star كلمات أغنية
- rapt - forever repeating dreams (cass. exclusive) كلمات أغنية