haimanti shukla & rabindranath tagore - jodi prem dilena prane كلمات الأغنية
Loading...
যদি প্রেম দিলে না প্রাণে
কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে
গানে?।
কেন তারার মালা গাঁথা,
কেন ফুলের শয়ন পাতা,
কেন দখিন-হাওয়া গোপন কথা জানায় কানে কানে?।
যদি প্রেম দিলে না প্রাণে
কেন আকাশ তবে এমন চাওয়া চায় এ মুখের পানে?
তবে ক্ষণে ক্ষণে কেন
আমার হৃদয় পাগল-হেন
তরী সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে?।
كلمات أغنية عشوائية
- playaz circle - all the way turnt up (freestyle) كلمات الأغنية
- pop girls - my love كلمات الأغنية
- pop girls - crazy, crazy كلمات الأغنية
- sleep like vegas - chase this train كلمات الأغنية
- sterling knight - hero (unplugged) كلمات الأغنية
- the empire shall fall - our own كلمات الأغنية
- the honesty - intentions كلمات الأغنية
- the honesty - the reason كلمات الأغنية
- there are pleistocine perils - little grey fox, out in the cold, can you see past your nose? كلمات الأغنية
- troy cassar daley - born to survive كلمات الأغنية