
habib - ekjone كلمات أغنية
একজনে আছে এই দুনিয়ায়
যাকে নিয়ে স্বপ্ন সাজাই
রেখেছি তাকে মনের আঙিনায়
তাকে নিয়ে ছন্দ গোছাই।
সে আছে তবু অনেক দূরে …তবু
অনেক কাছে বলে মনে হয়
তার মনের প্রেম নিয়ে… গল্প লিখি
পায় রূপকথার পরিচয়।
তার মত শোভন এই দুনিয়ায়
কেউ নেই আর
গোপনে প্রেম দিয়ে চলে যায় আড়ালে
সে প্রেমের কারিগর…
মনের বাগানে শত শত ফুল
তাকে দেব বলে ভাবি
একজোড়া কপোতকে ডেকে বলি
“তোরা কি ফুল দিতে যাবি?
সে গোপনে ভালবেসে যায়
আড়ালে নিজেকে রাখতে চায়
তার প্রেমকে রেখে দিই
প্রিয় গানের সুরের বাজনায়,
আমিও আড়ালে থাকি
এ মনের আবেগ সহচর।
তিনটি গোলাপ লাল হলুদ সাদা
এনে তাকে দিতে চাই,
একবার আসুক সে সামনে আমার
প্রাণ ভরে দেখতে চাই।
তার জন্যেই তো সব রাখা
সে কথা জানে আমার বিধাতা,
ফুল, পাখিকে তার গল্প বলি
সে আমার অবিনাশী কবিতা।
মনে পড়লেই তাকে
ওঠে আবেগী ঝড়, নিরন্তর।
rs-bd {[ +8801676101588 }]
كلمات أغنية عشوائية
- kamal khan - tanhaiyan كلمات أغنية
- orchi - tövbe كلمات أغنية
- rachael baldwin - obscene كلمات أغنية
- skitz kraven - a & d freestyle كلمات أغنية
- oliverse - play with fire كلمات أغنية
- alejandro y maría laura - capitán destrucción كلمات أغنية
- rocco - honest كلمات أغنية
- lil baby & kirk franklin - we win كلمات أغنية
- [amatory] - имя война (name is war) كلمات أغنية
- neşet ertaş - garibin dünyada yüzü gülemez كلمات أغنية