
habib wahid - projapoti (title song) كلمات أغنية
Loading...

লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
এক মুঠো জোনাকী দাও ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে, নাও জোরিয়ে ।
এক মুঠো জোনাকী দেবো ছোড়িয়ে
আলোর চাদর দিয়ে নেব জোরিয়ে ।
নিবির পিছুপিছু, সাধের কিছুকিছু
হৃদয় দেয়া নেয়ার সম্মতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে
ইচ্ছের সাত রঙ মেখে
তোমার আকাশে হব প্রজাপতি ।
হা হা হা হাহ….ও ও ও
হাত ধরে দুজনে চল হারাব
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
হাত ধরে দুজনে চল হারাবো
না হয় নিষেধ ভুলে দুপা বাড়াবো ।
করে পাশাপাশি ,ভালবাসাবাসি
ভালবাসায় বল কি ক্ষতি ।
লাজুক পাতার মত লজ্জাবতি
তোমাকে ছুঁয়ে দিতে, চাই অনুমতি ।
সপ্নের আবির থেকে, (হা হা…)
ইচ্ছের সাত রঙ মেখে, (হা হা…)
তোমার আকাশে হব প্রজাপতি ।
كلمات أغنية عشوائية
- bts (방탄소년단) - heartbeat كلمات أغنية
- rozz dyliams - king tut كلمات أغنية
- blues da casa torta - rei do camarote كلمات أغنية
- liu e léu - aonde eu moro كلمات أغنية
- benita washington - thank you كلمات أغنية
- e nomine - heilig كلمات أغنية
- conceição cabral - lindo céu كلمات أغنية
- arlindo cruz - assanhadinha/piedade كلمات أغنية
- rozz dyliams - angel juan كلمات أغنية
- xande de pilares - se eu fosse você كلمات أغنية