habib wahid - panja كلمات الأغنية
hey, শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
hey, শোন শোন দামাল ছেলেরা
নষ্ট এ সময়
তোমাদের সবই অভিনয়
একটুও ভালবাসা নয়
hey, না জেনে গায়ের জোরে
কেন আঙ্গুল তুলে দাও
কান পেতে তুমি শুনে নাও
খাঁটি এ ভালবাসাটাও
প্রেম মানে ফাঁকি, যদি পারো প্রমাণ করে দাও
নাহলে কথা তুলে নাও
অযথাই পাঞ্জা লরে যাও (আরে…)
hey, শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
শহরে কি বা গ্রামে
ভালোবাসার নামে
তোমরা পড়েছো ছলনায়
আরে, ভাবখানা যে এমন
শত-হাজারো মন
ভাঙলে কার কি আসে যায়!
হে, ভাঙা গড়ার মাঝেও টিকে থাকে যদি
তৃতীয় না কেউ খেলে ষোল গুটি
খেলে দিলে তবে একটু একটু নড়বড়ে হয় প্রেমের খুঁটি (hey!)
শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
শোন শোন দামাল ছেলেরা
নষ্ট এ সময়
তোমাদের সবই অভিনয়
একটুও ভালবাসা নয়
তোমাদের এ আমলে
কে যে কোনদিকে চলে
বুঝে ওঠেনি আজও তাই
স্বর্গীয় ভালোবাসা
বুকে চেপে হতাশা
বলেছে, “ta-ta, goodbye!”
হে, স্বর্গীয় প্রেম যদি বলে ফেলে বিদায়
তুমিও পড়ে যেতে একা হওয়ার দ্বিধায়
এমন হলে তবে বাঁচবে না কেউ
বুঝবে সবাই প্রেমের কি দায় (hey!)
শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
শোন শোন দামাল ছেলেরা
নষ্ট এ সময়
তোমাদের সবই অভিনয়
একটুও ভালবাসা নয়
hey, না জেনে গায়ের জোরে
কেন আঙ্গুল তুলে দাও
কান পেতে তুমি শুনে নাও
খাঁটি এ ভালবাসাটাও
প্রেম মানে ফাঁকি, যদি পারো প্রমাণ করে দাও
নাহলে কথা তুলে নাও
অযথাই পাঞ্জা লরে যাও (আরে…)
hey, শোন সবাই আমার কথাটাই
অস্থির এ সময়
তোমাদের হৃদয়ে সংশয়
প্রেমটা তাই হয়ে গেছে ক্ষয়
كلمات أغنية عشوائية
- мс калитка(mc kalitka) - тиква.(pumpkin) كلمات الأغنية
- scarfo da plug - off the leash كلمات الأغنية
- beli remour - nada além dos olhos كلمات الأغنية
- aka rasta - boa noite كلمات الأغنية
- rkomi - visti dall'alto كلمات الأغنية
- antwone x tay smizzo - dawg pound كلمات الأغنية
- bryann trejo - growth begins with you كلمات الأغنية
- adam sandler - daddy's beard كلمات الأغنية
- treo la nueva generación - en silencio كلمات الأغنية
- färska prinzen - den eviga vilan كلمات الأغنية