
habib wahid - obujhpona كلمات أغنية
Loading...
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি?
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
তোমারই সুরভী
ছড়ালো যে বাতাসে ।
দুজনে দুটি পথ
মিলে মিশে দুরে ভাসে ।
এভাবেই যদি যায় কেটে
যাক রাত্রি দিন ।
যেখানেই তুমি যাও
পৃথিবী হয় রঙিন ।
ও ভেজা কোন জোছনায়,
ভালোবাসা বিঁধে যায় ভাবনায় ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি ।
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
كلمات أغنية عشوائية
- vixy and tony - anna كلمات أغنية
- nassir parker - je n'ai jamais cru كلمات أغنية
- per gessle - far too close كلمات أغنية
- a quarta era - love song كلمات أغنية
- karolek - polski youtube! (disschallengev3) كلمات أغنية
- vista - on the brink كلمات أغنية
- yaga & mackie - soy tu bandolero كلمات أغنية
- oliver francis - oliver ~ icy boy كلمات أغنية
- adlevito - pra que lado é o céu? كلمات أغنية
- hrvrd - the creative كلمات أغنية