habib wahid - obujhpona كلمات الأغنية
Loading...
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি?
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
তোমারই সুরভী
ছড়ালো যে বাতাসে ।
দুজনে দুটি পথ
মিলে মিশে দুরে ভাসে ।
এভাবেই যদি যায় কেটে
যাক রাত্রি দিন ।
যেখানেই তুমি যাও
পৃথিবী হয় রঙিন ।
ও ভেজা কোন জোছনায়,
ভালোবাসা বিঁধে যায় ভাবনায় ।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।
আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি ।
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।
كلمات أغنية عشوائية
- foreign forest - enough2kill كلمات الأغنية
- mikelwj - shame v. guilt كلمات الأغنية
- trap pat - outlaw كلمات الأغنية
- dj kay slay - don't do it كلمات الأغنية
- quavo - beat it كلمات الأغنية
- johnny stimson - hot air balloon كلمات الأغنية
- grems - joyeux noel كلمات الأغنية
- g-eazy - some kind of drug - earwulf remix كلمات الأغنية
- bakis beks - non mi aspetto niente كلمات الأغنية
- abney park - post apocolaspe punk كلمات الأغنية