kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

habib wahid - obujhpona كلمات الأغنية

Loading...

কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,

সারাক্ষণই আমি তোমাকে চাই ।

মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।

আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি?

কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।

তোমারই সুরভী
ছড়ালো যে বাতাসে ।
দুজনে দুটি পথ
মিলে মিশে দুরে ভাসে ।

এভাবেই যদি যায় কেটে
যাক রাত্রি দিন ।
যেখানেই তুমি যাও
পৃথিবী হয় রঙিন ।

ও ভেজা কোন জোছনায়,
ভালোবাসা বিঁধে যায় ভাবনায় ।

মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি করি ।

আমার এ অবুঝপনা দেখে,
তুমি কি যাবে মেঘে ঢেকে,
নাকি তুমিও এমনি ।

কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই ।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই ।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...