habib wahid - kobitay كلمات الأغنية
[chorus]
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা
স্বপনেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এরপর হয়ে গেছে কত না বরষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
[instrumental break]
[verse 1]
জানালার শার্সিতে বেদনার আরশিতে
হতাশার জলছায়া ভাসে
মনের উঠোন জুড়ে বিষাদের সাতসুরে
কষ্টের শেষে হাসি হাসে
[chorus]
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
[verse 1]
বিষাদের আরাধনা কষ্টের আল্পনা
এই মনে চিরস্থায়ী আজ
রংতুলি জলছবি ভালবাসা ভুল সবই
ছলনার সাধে প্রতি ভাঁজ
[chorus]
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
[chorus]
কবিতায় বলেছিলে
চন্দ্ররাতে তুমি আসবে কাছে
এরপর কেটে গেছে কত না ভরা পূর্নিমা
স্বপনেতে বলেছিলে
বৃষ্টি এলে ডাকবে কাছে
এর পর হয়ে গেছে কত না বরষাধারা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
বলেছিলে এক নদী দুঃখ হলে
ভালোবাসবে এই আমাকে
চেয়ে দেখো এই বুকে আজ
কত শত নীল বেদনা
كلمات أغنية عشوائية
- amanda perez - goodbye كلمات الأغنية
- cassidy - all by myself كلمات الأغنية
- tech n9ne - girl crazy "crazy love" كلمات الأغنية
- death cab for cutie - the face that launched 1000 shits كلمات الأغنية
- auburn - swagga كلمات الأغنية
- little dragon - place to belong كلمات الأغنية
- b5 - in my bedroom كلمات الأغنية
- amanda perez - come home كلمات الأغنية
- atmosphere - peyote كلمات الأغنية
- the veronicas - insomnia كلمات الأغنية