habib wahid - ei bangla ei manush كلمات الأغنية
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ ।
আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ
বুক পাঁজরে সাহস,
দিক বিজয়ী ফানুশ ।
হোঁচট খেয়েও পথ হাটতে ঠিকই জানি,
কান্না থুয়ে হাসি নিয়ে অন্তরে নামি ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।
এই বাঙালি, জানে যাদু
হার না মানা মন্ত্র ।
আলোর ভোরে উজাড় করা
শক্তিতে আমন্ত্রন ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।
كلمات أغنية عشوائية
- with ether - don’t catch me كلمات الأغنية
- ross antony - schade um die tränen كلمات الأغنية
- mikel* [byebyemikel] - teeth كلمات الأغنية
- liz huett - what if it doesn't? كلمات الأغنية
- gloria mundi - questione di codici كلمات الأغنية
- rohony - mille feuille كلمات الأغنية
- defnotbio - don't worry كلمات الأغنية
- duquesa (bra) - parece um vampiro كلمات الأغنية
- the clean (nz) - bye bye كلمات الأغنية
- jatski - alien كلمات الأغنية