kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

habib wahid - ei bangla ei manush كلمات الأغنية

Loading...

আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ ।

আমার শস্য শ্যামল দেশ,
আর খেটে খাওয়া মানুষ

বুক পাঁজরে সাহস,
দিক বিজয়ী ফানুশ ।

হোঁচট খেয়েও পথ হাটতে ঠিকই জানি,
কান্না থুয়ে হাসি নিয়ে অন্তরে নামি ।

দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।

দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।

তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।

তুফান ঠেকাই, ঝর থামাই,
কাধে কাধ রেখে ।
মিলে মিশে স্বপ্ন বুনি
আধার কালো ঢেকে ।

এই বাঙালি, জানে যাদু
হার না মানা মন্ত্র ।

আলোর ভোরে উজাড় করা
শক্তিতে আমন্ত্রন ।

দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।

দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।

দারিদ্র তুমি বোকা,
তোমার হল শেষ,
এই বাংলা এই মানুষ
থাকতে জানে বেশ ।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...