
habib wahid - deshlai كلمات أغنية
“আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না”
একটা দেশলাই কাঠি জ্বালাও
আহাহ্! আহাহ্! আহাহ্!
একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ আমায় অবহেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ
করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহাহ্! আহাহ্!
হোও, আকুতি জানাও মেঘের কাছে জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে
হো-ও-ও, আকুতি জানাও মেঘের কাছে জল পাবে
যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে
“আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না”
পাবে না, পাবে না তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কালও সকালে আসবে বলে তুমি
আসতে অনেক বেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ
করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহাহ্! আহাহ্! (আহাহ্! আহাহ্!)
হো, পাখির কাছে মিনতি কর গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধর ধান পাবে
হো-হো-হো, পাখির কাছে মিনতি কর গান পাবে
যদি ক্ষেতে তুমি হাল ধর ধান পাবে
“আমাকে আর পাবে না, বুঝলে?
আমাকে আর পাবে না”
পাবে না, পাবে না তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
আমার সাঁপে কাটা কপালটিকে শেষে বেহুলা খেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ
করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহাহ্! আহাহ্!
একটা দেশলাই কাঠি জ্বালাও
আহাহ্! আহাহ্! আহাহ্!
একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে
শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে ফাগুন পাবে
তবু আমাকে আর পাবে না
তবু আমাকে আর পাবে না
কারণ আমায় অবহেলা করেছ
আরে আমায় নিয়ে খেলা করেছ
করেছ তুমি আমায় নিয়ে খেলা করেছ
আহাহ্! আহাহ্!
كلمات أغنية عشوائية
- throneum - hell-leprous-slaughter-reign كلمات أغنية
- threebrain - fishy (part 4) كلمات أغنية
- thrice - answered كلمات أغنية
- thrush hermit - we are being reduced كلمات أغنية
- throneum - stone faces of ungods كلمات أغنية
- threebrain - fleshman كلمات أغنية
- wendy lisa - tears of joy كلمات أغنية
- thrush hermit - radio blaster كلمات أغنية
- throneum - oppose the usurpers كلمات أغنية
- thrice - circles كلمات أغنية