kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

habib wahid - alingone كلمات الأغنية

Loading...

নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপাল ছোঁবো বলে ।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,

তোমার চুলে উড়বো বলে ।

বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।

যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতারা হয়ে দিই দেখা ।
তোমায় ঘিরে আমার স্বপ্ন-মিছিল,
কি করে ভাবো তুমি একা?!
যে চোখে আমায় তুমি, করেছো পাগল
প্রেম মেখে যাই তার কাজলে ।

বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।

ঘোর লাগা কোনো এক প্রহরে
মনে গেঁথে গেছে তোমার মায়া ।
খরতাপে পোড়া এ শহরে
পাশে আছি হয়ে শীতল ছায়া ।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল ।
পুড়ে যাই সুখের সেই অনলে ।

বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...