
habib wahid - alingone كلمات أغنية
নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপাল ছোঁবো বলে ।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতারা হয়ে দিই দেখা ।
তোমায় ঘিরে আমার স্বপ্ন-মিছিল,
কি করে ভাবো তুমি একা?!
যে চোখে আমায় তুমি, করেছো পাগল
প্রেম মেখে যাই তার কাজলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
ঘোর লাগা কোনো এক প্রহরে
মনে গেঁথে গেছে তোমার মায়া ।
খরতাপে পোড়া এ শহরে
পাশে আছি হয়ে শীতল ছায়া ।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল ।
পুড়ে যাই সুখের সেই অনলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
كلمات أغنية عشوائية
- noah gazmen - this is how it feels كلمات أغنية
- yung flossa - wild كلمات أغنية
- tales e conrado - tô indo embora (família é tudo igual, só muda de endereço) كلمات أغنية
- published transcriptions - her kommer dine arme små كلمات أغنية
- naomi jane - grown ups كلمات أغنية
- nedum4y0u - feeling كلمات أغنية
- slum village - ez up (original version) كلمات أغنية
- apricus - my own soul كلمات أغنية
- papaya dada - deuna! chin-chin كلمات أغنية
- silicone valley - life 2 veteran كلمات أغنية