habib wahid - alingone كلمات الأغنية
নীল জোছনায় যাই মিশে যাই,
তোমার কপাল ছোঁবো বলে ।
দখিন হাওয়ায় যাই ভেসে যাই,
তোমার চুলে উড়বো বলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
যখন ঢেকে যায় আকাশের নীল,
সন্ধ্যাতারা হয়ে দিই দেখা ।
তোমায় ঘিরে আমার স্বপ্ন-মিছিল,
কি করে ভাবো তুমি একা?!
যে চোখে আমায় তুমি, করেছো পাগল
প্রেম মেখে যাই তার কাজলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
ঘোর লাগা কোনো এক প্রহরে
মনে গেঁথে গেছে তোমার মায়া ।
খরতাপে পোড়া এ শহরে
পাশে আছি হয়ে শীতল ছায়া ।
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল ।
পুড়ে যাই সুখের সেই অনলে ।
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে ।
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি,
কারুকাজ হই তোমার আঁচলে ।
كلمات أغنية عشوائية
- s1avery - hatred كلمات الأغنية
- charles gounod - le veau d'or كلمات الأغنية
- rarri belfort - raw outside flow كلمات الأغنية
- texas - all night كلمات الأغنية
- kurutta - chek كلمات الأغنية
- zacc p - shape كلمات الأغنية
- cast of turnabout: an ace attorney musical - what he deserves كلمات الأغنية
- r. stevie moore - i'll be back كلمات الأغنية
- dj fede - natura كلمات الأغنية
- superviolet - big songbirds don’t cry كلمات الأغنية