kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

habib wahid - ahoban! كلمات أغنية

Loading...

মায়া মায়া আলোতে
ভীরু ভীরু পায়েতে
তুমি এলে নিরবে কাছে

নিভু নিভু আলোতে
ঝিরি ঝিরি বাতাসে
তুমি এলে সঙ্গোপনে

ওমম… নয়নে গোপনে
যত দেখি কাটেনাটো ঘোর
হ… অঅঅ…
এসনা আবেশে
প্রেমেরও নেশাতে বিভোর
হৃদয়ে ওঠে ঝর

মাতাল পপ্রণয়ের আলো
কি নেশা ছড়াল
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে
দিশা এ নিশীথে হা …

হ অ অ উদাসি বাতাসে
তোমারই সুবাসে
ঝরাল উন্মাদনা
চপলও চাহনি
তুমি মায়াবিবি
জরালে শিহরণে

চুপি চুপি এই নিশি
বলে যায় ভালবাসি
নিরালাই নিরজনতায়
ও ম ম তুমি আমি মুখোমুখি
এস তবে কাছাকাছি
এসনা আলিঙ্গনে

মাতাল পপ্রণয়ের আলো
কি নেশা ছড়াল
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে
দিশা এ নিশিতে হা …

মায়া মায়া আলোতে
ভীরু ভীরু পায়েতে
তুমি এলে নিরবে কাছে

নিভু নিভু আলোতে
ঝিরি ঝিরি বাতাসে
তুমি এলে সঙ্গোপনে

ওমম… নয়নে গোপনে
যত দেখি কাটেনাটো ঘোর
হ… অঅঅ…
এসনা আবেশে
প্রেমেরও নেশাতে বিভোর
হৃদয়ে ওঠে ঝর

মাতাল পপ্রণয়ের আলো
কি নেশা ছড়াল
চোখের ইশারাতে
উতাল সে আহবানে
নয়নে নয়নে
দিশা এ নিশীথে হা … x ৩

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...