
habib wahid & nancy - jonak joley كلمات أغنية
[chorus: habib wahid]
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?
ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?
[verse: nancy]
চোখের জলে ভালোবাসার হলো একটা নদী
সেই নদীটা বুকের ভেতর বইছে নিরবধি
তোমার কাছে বলবো কী আর মায়ার জালে বাঁধলে তুমি
এখন শুধু সন্ধি করি আমার সাথে আমি
[pre_chorus: nancy]
ভেঙে গেলে মন জোড়া নেয় না
ভালোবাসা কখনো তো ক্ষয় হয় না
ধীরে ধীরে বাড়ে প্রেম, অন্তরেতে তুমি
যুগে যুগে অতল তলে, খুঁজি যে আমি
[chorus: habib wahid]
তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে ?
ও… তোমারও কি কান্দন আসে আমার মতন রাইতে?
তোমারও কি বুক ভাইঙা যায় মনের কথা কইতে?
নিশি রাইতে জোনাক জ্বলে, আমার ঘরে আন্ধার
তোমারও কি ভালোবাসা পুইড়া হৈছে অঙ্গার?
كلمات أغنية عشوائية
- gino marley - importing كلمات أغنية
- wale - walk'n'live كلمات أغنية
- blackstreet 2 - i luv her كلمات أغنية
- tsu surf - newark to lax كلمات أغنية
- joe nichols - baby you're in love with me كلمات أغنية
- camo krooked - get dirty featuring tc كلمات أغنية
- lorde - swingin party كلمات أغنية
- masspike miles - roxy red كلمات أغنية
- pee wee - this song is to god كلمات أغنية
- midnight escape - welcome to the cabaret كلمات أغنية