
habib wahid & nancy - golaper din كلمات أغنية
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[verse 1: nancy & habib wahid]
ডুবেছি, প্রেমের জলে
তোমার ঐ দুষ্ট ডাকে।
আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে।
ঝিরি ঝিরি হাওয়াতে
সুখেরই এই গল্পটাতে
তোমাকে খুজে পাই।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[verse 2: nancy & habib wahid]
বুনেছি, তোমায় নিয়ে
হাজারো স্বপ্ন আমার।
তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাদের পাহাড়।
মেঘের আসা-যাওয়াতে
উদাসী কল্পনাতে
তোমাকে ছুঁয়ে যাই।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
كلمات أغنية عشوائية
- raven - just let me go كلمات أغنية
- argus - pieces of your smile كلمات أغنية
- zolof the rock roll destroyer - i'm a rock & roll mess كلمات أغنية
- arditi - the sinking ship كلمات أغنية
- fine young cannibals - it's ok (it's alright) كلمات أغنية
- maude - love is what you make of it كلمات أغنية
- family force 5 - crank it like a chainsaw كلمات أغنية
- angel corpse - lustmord كلمات أغنية
- anonymus - demons are forver كلمات أغنية
- lady antebellum - can't stand the rain كلمات أغنية