habib wahid & nancy - golaper din كلمات الأغنية
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[verse 1: nancy & habib wahid]
ডুবেছি, প্রেমের জলে
তোমার ঐ দুষ্ট ডাকে।
আমার এই মনটা শুধু
তোমাতেই পড়ে থাকে।
ঝিরি ঝিরি হাওয়াতে
সুখেরই এই গল্পটাতে
তোমাকে খুজে পাই।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
[verse 2: nancy & habib wahid]
বুনেছি, তোমায় নিয়ে
হাজারো স্বপ্ন আমার।
তোমার ওই, মনের দেশে
সাজাবো, চাদের পাহাড়।
মেঘের আসা-যাওয়াতে
উদাসী কল্পনাতে
তোমাকে ছুঁয়ে যাই।
[pre-chorus: habib wahid]
তোমারই প্রেমে
রঙিন হলো এ জীবন।
ছেড়ো না এ দুটি হাত
মরে যাবে দুটি মন।
[chorus: nancy]
ভালবাসার দুয়ার খুলে
এনে দিলে গোলাপের দিন
আমিও তাই তোমাকে চাই
তুমি ছাড়া বাঁচা কঠিন।
كلمات أغنية عشوائية
- perrin lamb - be this way كلمات الأغنية
- silver swans - let me know now كلمات الأغنية
- walt disney records - let's go fly a kite (pre-demo) كلمات الأغنية
- provocative - philly dayz كلمات الأغنية
- jason rader - intro (easy) كلمات الأغنية
- homeshake - khmlwugh كلمات الأغنية
- sianna - sur la tête de marine le pen كلمات الأغنية
- june gemini - realest cypher كلمات الأغنية
- c&t - mangosteen كلمات الأغنية
- black brut - la danse de la rafale كلمات الأغنية