gunshot player - better place كلمات الأغنية
[chorus]
to find a better place
তুমিও দৌড়াও আমিও দৌড়াই সেটাকী better place?
is it better than us, better than me?
i’m locked in this life i’m searching the key
[verse 1]
মনে নাই সেই কবে ভিজেছি দুজনে
মাথাটা বাঁচিয়ে বরফ এই বৃষ্টিতে।
তুই আমি আলাদা জগতের বিপক্ষে
চলেছি করেছি আপন এই মিথ্যেকে।
পালিয়ে school, খেলেছি cricket
দেখেছি movie, without no tickets
করেছি freestyle, লিখেছি rhyme
গলিতে ললনা মেরেছি line
হবেনা shine,মেরেছি কত তোর পিঠের মাঝে
আমি ঘুসি তাও কখনো করিসনি mind
হে আল্লাহ্,give me one time machine
হতে চাই আবারো ছোট।
সকালে ঘুরি উড়ানো আর সারাটা
মহল্লা সারাদিন আমাদের টো টো ।
বন্ধু তোর মন খারাপ হয় , যখন এই মন খারাপ হয়।
তুইবিনা মন টা রাখ হয়, প্রচন্ড ব্রেইন টা রাগ হয়।
আজতো আর হয়না সেই আড্ডা
ওই সাকিবের বাসাতে শোভনের কটেজে নানার টং থাকে খালি ।
আজ আর off beat এ আজাইরা lyrics এর
scrillex এর beat এর ফ্লো তে হয়ন গালী।
চায়াদেখ খালি পইরা দেখ নানুর বাড়ির ছাদ
ইমরান দাদার গাওয়া হিন্দি গানের স্বাদ
রকিরে পচানো every single word
সারুলিয়ার ঘাটের নৌকা এক পইরা রয় খালি।
কোচিং এর টাকাটা মেরে, we did party every night
girlfriend টা জোটেনি বলে, কচিয়ের হিন্দু মেয়েটার হাসিতে হতাম high
[chorus]
to find a better place
তুমিও দৌড়াও আমিও দৌড়াই সেটাকী better place?
is it better than us, better than me?
i’m locked in this life i’m searching the key
[verse 2]
কোন place আমার better সেই place
আমি পাইলে replace কইরা দিতাম এই জীবনের মোড়।
সব লাগে bore, life লাগে wh0re
new যত friend আমার সব দেখি চোর
সব দেখি দৌড়, feel like i’m enemy holder
pain ভরা brain এরই folder
girlfriend আমার bored i told her
তোমার ঘুম পেলে you can use my shoulder
কেউ খেলে pubg কেউ খেলে pase
কেউ মারে attack আর কেউ বাঁচায় base
সব লাগায় race for better place
দেখি সব place but সব দেখিনা face
দেখিনা চন্দন স্যারের হাসি মুখ আর
হুমায়ন স্যার তো মেরেই করে দিতো লাল।
সব মিলে স্কুল পালানো হেডস্যার কে গলানো
দারওয়ান করবে কোন বাল।
পেছন গেট টপকে রাস্তায় দে ফাল
শাহলোম তো খুঁজতে খুঁজতে বেহাল।
তোদের নিয়ে কাটানো প্রতিটা সকাল
চলে গেলো কিভাবে বানিয়ে আকাল।
i want some better place
কেন আমি দৌড়াই কিজন্য দৌড়াই, সেটাকী better place?
is it better for us? better for me?
i f_ck with this life now, i need some peace
কোচিং এর টাকাটা মেরে , we did party every night
girlfriend টা জোটেনি বলে
কোচিং এর হিন্দু মেয়ে টার হাসিতে হোতাম high
[chorus]
to find a better place
তুমিও দৌড়াও আমিও দৌড়াই সেটাকী better place?
is it better than us, better than me?
i’m locked in this life i’m searching the key
كلمات أغنية عشوائية
- the psychopaths - see the girl كلمات الأغنية
- die gebrüder brett - mit den jungs كلمات الأغنية
- løren (kor) - empty trash كلمات الأغنية
- alex e.g - vas a extrañarme كلمات الأغنية
- redbenji - 8 percent كلمات الأغنية
- espera - uzaktayım كلمات الأغنية
- mark j. nicholson - резонанс (resonance) كلمات الأغنية
- champs (uk) - mechanical arms كلمات الأغنية
- a-mvn - 1 phone كلمات الأغنية
- vusi nova - ngoku كلمات الأغنية