guerillaz of dhaka - ganjam tribute كلمات الأغنية
[chorus: skibkhan & samael shahariar]
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
[verse 1: skibkhan]
তার ছিঁড়া মাথা গরম আমার, পিস্তল load
আমার বাড়ি পুরান ঢাকা, নাজিম উদ্দিন রোড
বয়স যখন এক আট বন্দুক হাতে ফিটফাট
লাল bandana পইরা এলাকাতে উৎপাত
আরে, কোমরে যে লোহা থাকলে সব ঠিকঠাক
তোগো এলাকাতে আইয়া পড়বো কবুতরের ঝাঁক
dirty language বাঙালি, আমি করি গালাগালি
make you a dead body
send them back to নোয়াখালী
এই cinema_তে কোনো ভালো জিনিস নাই
কোপাকুপি মারামারি আর সামছু ভাই
ভোগচোদ পোলাপাইন কোনো যোগ্যতা নাই
বাংলা rap তোর হোগার নিচে আগুন জ্বালাই
আমি ঢাকাইয়া পোলা কোমরে রাখি ৩টা
রাত বাজে ১২টা করি না কোনো চিন্তা
কার নাম করা প্রতিটি ফুটপাতে?
বন্দুক হাতে বিড়ি মুখে পোলাপাইন এক লগে
[chorus: skibkhan & samael shahariar]
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
[verse 2: skibkhan]
প্রতিটি গলিতে চলবে rap হবে বাংলা
ফুটপাত, পথ_ঘাট কেড়ে নিবো আমরা
full sound_এ বাজাবে ধানমন্ডির সব গাড়ি
bass শুনে লেগে যাবে গ্যাঞ্জাম, মারামারি
প্রতিটি শব্দ যেন এক কণা রক্ত
প্রতিটা শব্দ যেন বাংলার অস্ত্র
অক্ষর সাজিয়ে ছন্দ বিষাক্ত
speaker থেকে কানে ঢুকে করবে মন আক্রান্ত
শ্যামলী রোড ১, ২, ৩
পল্লবী থেকে মিরপুর ১
হুমায়ূন, ইকবাল, বাবর রোড়
আদাবর থেকে শেখের টেক
ধানমন্ডি, লালমাটিয়া নাম শুনে ডরায় যায়
মাজায় থাকে machine মামা সব শালা পইড়া যায়
বাংলাদেশে বাংলা ভাষায় rap করলাম নতুন বেশে
যুদ্ধ সবে মাত্র শুরু ধ্বংস করবো অবশেষে
জয়ী হয়ে জয়যাত্রা শত্রু অন্ধকারে পুড়বে
গর্বের সাথের সবুজ লাল পতাকা আকাশে উড়বে
[chorus: skibkhan & samael shahariar]
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
[bridge: skibkhan, samael shahariar, skibkhan & samael shahariar]
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
তার ছিঁড়া মাথা গরম আমার, পিস্তল
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
তার ছিঁড়া মাথা গরম আমার, পিস্তল
[chorus: skibkhan & samael shahariar]
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
হেই, ছুরি_চাপাতি, রামপুরি বাইর কর
pipe gun, shotgun হাতে লইয়া চল
অলিতে_গলিতে পোলাপাইন করে শোর
গ্যাঞ্জাম করতে গেলে হালায় সব দেয় দৌড়
كلمات أغنية عشوائية
- wilderun - o resolution! كلمات الأغنية
- the kinks - what are we doing? كلمات الأغنية
- kobra and the lotus - my life كلمات الأغنية
- mp coxmic - abraham lincoln كلمات الأغنية
- radiate worship - we rise [this is your love] كلمات الأغنية
- kody west - love me too كلمات الأغنية
- jean claude brialy - de plus en plus, de moins en moins كلمات الأغنية
- silly - berliner frühling كلمات الأغنية
- mercyme - away shall you go كلمات الأغنية
- chung ha - bad boy كلمات الأغنية