
grizzle tune - keu kadbena lyrics
Loading...
{intro}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।
{bridge}
চোখদুটোর নগ্নতা বেড়ে চলেছে সীমাহীনভাবে
পাতাদুটো খেয়ে গেছে অনিদ্রায় ।
নিশ্বাসে শুধু মরা গন্ধ ভাসে
হয়ত ভিতরে ভিতরে সব পচে গলে গেছে হতাশায় ।
হারানোর অজীর্ণ জলাবর্ত কল্পনায়
ডুবে হয় এক জনম পরিত্যক্ত জলাশয় ।
{instrumental}
{verse}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ কাঁদবে না ।
তোমার ঠোটে ঠোট রাখলে
আর ঘড়ির কাটা ঘুরবে না ।
কালো মেঘের ছায়ার নাগালে
তুমি আমি আর থাকব না ।
{chorus}
আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।
Random Lyrics
- gnags - kærlighed og luftballoner lyrics
- ai fairuz & kaito ishikawa - onegai muscle lyrics
- funx - jantje sessie lyrics
- ls royale - california sunrise lyrics
- rhea key 1024 - who am i, who are you lyrics
- axe - i can't help myself (sugar pie, honey bunch) lyrics
- ex battalion - saya (anong magpapasaya sa’yo) lyrics
- lil $low - melhor correr [hosted by-dendasyk] lyrics
- brizzy kerrick - bleed (feat. fye prophet) lyrics
- murat akay - sevmem leşini lyrics