
gr tanmoy - baba كلمات أغنية
বাবা…
ছিলাম তখন ভালো
যখন হইলো আমার জন্ম
মাথায় বুদ্ধি ছিল কম
আর মস্তিষ্ক টা বন্ধ
আস্তে আস্তে হইলাম বড়
বাবা চিনায় দিলো জগত
আমি কষ্ট পাইলে
বাবার মাথায় চিন্তা হইতো নগদ
বাবার দেওয়া শিক্ষা গুলা
আজো আমার চোখে ভাসে
বাবা বইলা ডাকটা
আজও আমার এই কানে বাজে
আজ কেউ করে না শাসন
আর নাই তো মনে ভয়
বাবা চইলা গেছে আমার
এইডা কেমনে প্রানে সয়
ছেলের মাথা রাইখা বুকে
রাত দিন
বাবা বইলা ডাকতো
সারাজীবন তার বুকে
পরিবারটা আগলে রাখতো
বাবা কষ্টের মাঝেও
করতো ভালো থাকার অভিনয়
আর কেউ না দেখলেও
বাবা আমি তোমার তন্ময়
বাবা এইটা তোমার ছেলে
একদিন ছিল তোমার কোলে
আজ তোমার সৃতি ভাইবা
দুই চোখ ভিজায় শুধু জলে
হাজার ভিড়ে ও শুন্যতা
আর ডাকতে পারি না বাবা
আল্লাহর কাছে দোয়া করি
তুমি বেহেস্ত টাই পাবা
অচিন দেশে গেছে বাবা আমার
আর আসবো না ফিরা
আর কেউ দেখবো না স্বপ্ন
এই আমারে ঘিরা
বাবার স্বপ্ন হয় নাই পূরণ
কষ্ট নিয়াই চইলা গেছে
আত্মা ছাড়া দেহ সামনে আমার
বাবা অচিন দেশে
রক্তের টানে আমার চোখে
আর থামতে চাই না পানি
আল্লাহ নিয়া গেছে
কোনোদিনো ফিরবো না জানি
মাথায় আকাশ ভাংঙ্গা পরলো
আমি হইলাম আওহারা
বাবা নাই জগতে তুমি
কেমনে বাচমু তোমারে ছাড়া
চোখে শুকায় গেছে পানি
কিন্তু মনডাও যে অবাধ্য
আল্লাহর দেওয়া নিয়ম কানুন
আমি মানতে হইছি বাধ্য
তবু বিশ্বাস হয়না
আমার সৃতি ঘুরে আমার পিছে
হাজার মানুষের সান্তনা
আমি খুইজা পাইনা কিজে
ছোট বেলায় আঙ্গুল ধইরা যে
শিখাই ছিলো হাটা
এখন আত্মা ছাড়া দেহো
কাফন পইরা আছে সাদা
সাদা কাফনে পেছানো বাবা
শেষ বারের সেই দেখা
লাশটা দুই হাতে নামানামাইয়া
কবর পারেই হয়লাম একা
তোমার অবাধ্য এই ছেলে
শুইনা চলব তোমার কথা
তুমি চইলা গেলা ঠিকি
আমায় রাইখা কেন অযথা
আমার জগৎ হয়ছে কষ্টের
মাথার উপরে নাইকা হাত
তুমি ছাড়া কত কষ্টের জীবন
ভাইবা কাটে রাত
বাবা কানে ধরছি আমি
তোমার সাথে নিয়া চল
আমায় রাইখা গেলা কেনো
একবার এই কথাটা বল
আজ কত গুলা দিন
বাবা বইলা হয়না ডাকা
কি দরকার ছিল
আমারে তোমার থেইকা দূরে রাখা?
আত্যবিশ্বাস তুমি
বাবা তুমিই তো নাই
এখন জীবন চলার পথে
প্রতিদিনই হোচট খাই
তুমি অনেক দূরে ভাইবা
চোখে পানি আসলেও লুকাই
মা এর মুখে হাসি দেখতে
আমি নিজেরই তো বুঝাই
আর বাবা কি জিনিস
বাবা না থাকলে যায় বুঝা
তখন ভুল শুধরানোর জন্য
বাবা রে এইদিক ওইদিক খোজা
এখন কেউ বলে না সোনা মানিক
আমার বুকে আয় তো
আমারে বলবই বা কেরা
আমারে বলার মানুষ নাই তো
বাবা.
كلمات أغنية عشوائية
- team clutch - ginuwine - pony (gay parody) كلمات أغنية
- straight no chaser - do you hear what i hear? كلمات أغنية
- baby queen - colours of you (slowed and reverbed version) كلمات أغنية
- sqxishy - idk كلمات أغنية
- clare dunn - tequila sunrise كلمات أغنية
- cherry berry - звезда (star) كلمات أغنية
- a7pha - just run كلمات أغنية
- miss helena - glamour, freedom, love كلمات أغنية
- curren$y - super 8 كلمات أغنية
- little simz - angel كلمات أغنية