
goutam & mita chaterjee - churi chara kaj nei كلمات أغنية
সুমন
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
হো আমার মনে
সিক কেটে ও
তবু তোমার লাজ নেই
চুরি ছাড়া কাজ নেই
আরে চুরি ছাড়া কাজ নেই
হো আমার মনে
সিক কেটে ও
তবু তোমার লাজ নেই
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
লা লা লালা লা লা লা
••••••
হাত কড়িতে বেধে নিয়ে
জাবো পেমের থানাই
••••••
হাত কড়িতে বেধে নিয়ে
জাবো পেমের থানাই
চুরির দায়ে আসতে হবে
তোমাই কয়েদ খানাই
আরে সাজা পাওয়ার ভর টা আমার
কাল জা ছিলো আজ নেই
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
হো আমার মনে
সিক কেটে ও
তবু তোমার লাজ নেই
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
••••••
••••••
••••••
••••••
কোহিনুরের চেয়েও তুমি
অনেক বেসি দামি
••••••
কোহিনুরের চেয়েও তুমি
অনেক বেসি দামি
তোমারি মন চুরি করতে
তাইতো আসি আমি
তোমার কথাই জবাব দেবো
এখন সেই মেজাজ নেই
আরে চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
হো আমার মনে
সিক কেটে ও
তবু তোমার লাজ নেই
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
••••••
••••••
আমি জানি কে ভেঙেছে
আমার মনের তালা
•••••••
আমি জানি কে ভেঙেছে
আমার মনের তালা
খুলতে গেলেও
উড়বে এ মন
এ-জে মরন জালা
সেই পেরেমি তো গভির বেশি
মুখে জার আওয়াজ নেই
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
হো আমার মনে
সিক কেটে ও
তবু তোমার লাজ নেই
চুরি ছাড়া কাজ নেই
মন চুরি ছাড়া কাজ নেই
গুড
বাই
সুমন
كلمات أغنية عشوائية
- savage (pak), jani & superdupersultan - strapped كلمات أغنية
- peak (deu) & bulgare - panama كلمات أغنية
- iann dior - save my life كلمات أغنية
- ojos - adieu كلمات أغنية
- نورهان المرشدي - oul kalam - قول كلام - nourhan el morshedy كلمات أغنية
- icee red, isaiah falls & flozigg - fwt كلمات أغنية
- marie jaëll - dein كلمات أغنية
- demon - venus كلمات أغنية
- metehan - ruhum dökülür كلمات أغنية
- mili (indie) - classroom dreamer كلمات أغنية