kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

gaan shudhu gaan - ariyan hashmi كلمات أغنية

Loading...

গানের সুরে যারা হয়েছো বিভোর
তাদের তরে আমি গেয়ে যাই গান
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ

সুখের কথা ভেবে ভরে যায় প্রাণ
স্বপ্ন দেখার বুঝি হলো অবসান
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ

চলতে চলতে পথ হয় শেষ
থেকে যায় জীবনের না পাওয়ার রেশ
জানি সব স্বপ্ন হয় না পূরণ
ঘটে যায় জীবনের কত অঘটন।।
সুরের মাঝে আমি খুঁজি মহাপ্রাণ
ভালোবেসে যে আমায় সুর করে দান।।
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ

বলতে বলতে হলো না বলা
বলেছি যা, সব সাজানো কথা
এই আমি নইতো সবার মতো
সুখ না, দাও মোরে আঘাত যত।।
হৃদয়ের রক্তে লেখা এই গান
রাখতে পারি যেনো তোমাদের মান।।
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...