
gaan shudhu gaan - ariyan hashmi كلمات أغنية
Loading...
গানের সুরে যারা হয়েছো বিভোর
তাদের তরে আমি গেয়ে যাই গান
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
সুখের কথা ভেবে ভরে যায় প্রাণ
স্বপ্ন দেখার বুঝি হলো অবসান
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
চলতে চলতে পথ হয় শেষ
থেকে যায় জীবনের না পাওয়ার রেশ
জানি সব স্বপ্ন হয় না পূরণ
ঘটে যায় জীবনের কত অঘটন।।
সুরের মাঝে আমি খুঁজি মহাপ্রাণ
ভালোবেসে যে আমায় সুর করে দান।।
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
বলতে বলতে হলো না বলা
বলেছি যা, সব সাজানো কথা
এই আমি নইতো সবার মতো
সুখ না, দাও মোরে আঘাত যত।।
হৃদয়ের রক্তে লেখা এই গান
রাখতে পারি যেনো তোমাদের মান।।
গান শুধু গান
আর কিছু চায়না এ প্রাণ
كلمات أغنية عشوائية
- nidal - zinedine zidane كلمات أغنية
- spillage village, jid & ari lennox - judas كلمات أغنية
- enchanting - go head (17 bars with the new 1017 freestyle) كلمات أغنية
- sad13 - good grief كلمات أغنية
- swit eme - sortirem d'aquesta كلمات أغنية
- syno_bk - actin' كلمات أغنية
- björn ulvaeus & benny andersson - voulez-vous كلمات أغنية
- ezzin - loucuras do momento (cuando me enamoro) كلمات أغنية
- velvethead - letters from wyoming كلمات أغنية
- vacuum - wrapped in plastic كلمات أغنية