
g.m. ashraf - nisshash (from "borbaad") كلمات أغنية
[chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে
[verse 1]
পাগল হয়েছি আমি অনেক আগেই
হেরে গেছি আজ আমার নিজের কাছে
কিছু বোঝে না দু’চোখ তুমি ছাড়া
সব হারাতেও রাজি পেতে তোমাকে
[pre_chorus]
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে?
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
[chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে
[instrumental break]
[verse 2]
ভালোবাসা করেছো অপমান
দিয়ে আমায় অপবাদ
তোমাকে না পেলে যে পাবে না কেউ
জ্বলবে আগুন বারেবার
[pre_chorus]
ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে
ক্ষত দেখাবো কাকে?
পারবে না থামাতে কেউ আমাকে
সব শেষ করবো নিজের হাতে
[chorus]
প্রতি নিশ্বাসে নাম তোমার
লেখা আমার মনের ভেতরে
পুরো দুনিয়া জ্বালিয়ে দেবো
করবো ছারখার তোমায় না পেলে
كلمات أغنية عشوائية
- murray mclauchlan - i just get older كلمات أغنية
- los claxons - este mundo sin ti كلمات أغنية
- john forté - the right one/father to son interlude كلمات أغنية
- los auténticos decadentes - no tengo paz كلمات أغنية
- dtm nascar - nascar كلمات أغنية
- tara gabriel, edwin bakker - mindgames كلمات أغنية
- the geraldine fibbers - the french song كلمات أغنية
- уннв (unnv) - салатовый трек (light green track) كلمات أغنية
- carmen consoli - fiori d'arancio كلمات أغنية
- o.s.t.r. - 30 sekund كلمات أغنية