
fuad feat. poonam - besto shohore كلمات أغنية
এই প্রতিটি দেয়াল, যার অন্ধক্ষণ বেধে রাখেনি তোমায়
ওর পাশে পৃথিবী, অবিচল রূপালী পূর্ণিমা
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
আমি লুকনো ছবি, তোমাতে বিভর, নিরবধি
আমি হেটে চলে যাই, প্রতিটি শহর, তুমি থাকো যদি
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
তোমার সাগর বুকে, ছেয়ে দিতে চাই, নীলেনীলে
আমি খুজে পেতে চাই, আমার আমিকে, তোমার স্বপ্নঝিলে
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে কত অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
এই প্রতিটি দেয়াল, যার অন্ধক্ষণ বেধে রাখেনি তোমায়
ওর পাশে পৃথিবী, অবিচল রূপালী পূর্ণিমা
খুলে দাও এই হৃদয়, সূর্যটাকে ডেকে
কিনে নাও সব আলো, দুঃখগুলো ঢেকে
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
ব্যাস্ত শহরে তিলেতিলে ক্ষয়ে যায়, ধুলোর মেঘে অসহায়
চন্দ্রাহত হয়ে লিখেছি তোমায়, হারাবে কোথায়
كلمات أغنية عشوائية
- ariana & the rose - supercool كلمات أغنية
- pyrexia - death wish كلمات أغنية
- ocean is theory - miles away كلمات أغنية
- hwoarang - ms. كلمات أغنية
- oh pep! - up against the world كلمات أغنية
- mrkts - headshots كلمات أغنية
- jeff le nerf - j'y crois pas كلمات أغنية
- lbenj - bomba كلمات أغنية
- y'akoto - tobo darling كلمات أغنية
- crowbar - the serpent only lies كلمات أغنية