kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

fuad feat. mila - shukno patar كلمات أغنية

Loading...

এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা

দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ও ও ও ওও
বিভোর সুখে প্রকৃতির রূপ অপলক সব চেয়ে রয়
সন্ধের মৃদু ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়
বিভোর সুখে প্রকৃতির রূপ অপলক সব চেয়ে রয়
সন্ধের মৃদু ছন্দে আমার হৃদয়
শিশিরের ক্ষীন শব্দ ফেলে অবলা যত বিষাদময়
অমৃত সুধা হবে পেয়ালায়
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ও ও ওওও ওও ও
এলো চুলে আমি আলতো পায়ে হাটি যখন
গহীন বনে মোর প্রজাপতিদের রকম
মাতাল বাতাস আমার গানে গানে দেয় ইশারা
দুষ্ট চাতক খেয়া ঘরের স্পর্শে নরম
ছায়াঘেরা অনন্যতা, চির হরি চোখে বিহ্বলতা
ভালবাসা বহিনতা মায়া নিবুবনে প্রেম-বার্তা
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
শুকনো পাতার নুপুর পায়ে নাচে পূর্নিমায়
জল তরঙ্গ জিলিমিলি ঢেউ তুলিয়া যায়
ওও ওও ও ওওও

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...