kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

fraze - shotorko كلمات الأغنية

Loading...

intro:
yo, skrt, 3080 northside
yeah, yeah

pre_hook
বাজান, মাগনা পাইলে জিহবা লম্বা, বাঙালি তো খিলাড়ি
আর আন্ধার রাইতের চোরা গুলাই সকাল বেলার বিচারী
ছেঁড়া গেঞ্জি পইড়া আমরা সাজি নাই তো ভিখারি
এই র‍্যাপ সিন ডা জঙ্গল মানে আমরা এনের শিকারী

hook
আমগো zone মানে anti_sympathy
এইসব দয়ামায়ার বিনিময়ে লাগবো না তো খ্যাতি ভায়া (2x)

fraze verse:
হ ভাই উচিত কথা কইলে নারাজ, সবাই চায় ফ্রী তে
আর মূর্খের লগে তর্ক আমার জ্ঞানের বিপরীতে
সালার, সব গুলা entertainer, হাগে আইসা beat এ
আর ভাই ব্রাদার বানায় শুধু ফায়দা লুইটা নিতে

যত wannabe rapper গুলার বস্তা পচা গান
খাতা ভইরা দিসে কালি দিয়া লেখায় নাই গা জান
তোগোর উঠতি বয়স ভায়া রক্ত টান টান
কিন্তু শিয়াল রে চিনাইতে যাইস না কচি মুরগীর রান

attention খোর তোরা arturo, professor আমি
টাকাই তো সব এইখানে টাকায় রাজা টাকায় রানী
মনেতে লোভ রাইখা তুই মুখে চালাস ধর্মের বাণী
দিলেতে ক্ষোভ রাইখা তুই কেমনে হইবি র‍্যাপের জ্ঞানী
বল, আর কতো চলবি নিজের ঢোল পিডায়া
এলাকায় পাড়া দিস না পোলাপান দিবো তো খায়া
hard 808s trojar made it fayahh
3080 north থেইকা পুরা বাংলাদেশ ভায়া

pre_hook
বাজান, মাগনা পাইলে জিহবা লম্বা, বাঙালি তো খিলাড়ি
আর আন্ধার রাইতের চোরা গুলাই সকাল বেলার বিচারী
ছেঁড়া গেঞ্জি পইড়া আমরা সাজি নাই তো ভিখারি
এই র‍্যাপ সিন ডা জঙ্গল মানে আমরা এনের শিকারী

hook
আমগো zone মানে anti_sympathy
এইসব দয়ামায়ার বিনিময়ে লাগবো না তো খ্যাতি ভায়া (2x)

sadzz verse:
এলাকা খাত্রা, করিস না যাত্রা, হাটার উপরে টান পইরা যাইবো আতকা
পোলাপান আটকা, আওয়াজ আইবো সিলেট ছাতক তে কুমিল্লা
করি না মায়া, হোগায়া শিখামু নিয়ম নীতি
বেশি sympathy মানে আমার নীতির লেইগা ক্ষতি

dayum করি জ্ঞান hustle, শব্দ muscle
করি তাড়াহুড়া কম, চলে বিনোদন no hassle
ধুল উড়াইয়া খোকা হইতে চাইলি cool
ভূলরে কাছে টাইনা পরে বুঝলি ভূল
মিথ্যা হাসি হাসতে শিখছি বয়স যখন ২০
diss দিলে বিষ হমু,আর শান্তি চাইলে peace
খা তুই মেডিসিন, জানস না তুই নিজের লেইগা pain
তোর aim কো? জানস না তোর কিতা হইবো gain

তিলরে করিস না তাল, হইয়া বে_তাল
জীবন এক পাবিনা ব্যাক, কেও জানে না কাল
যত race করবি face, ততো face করবো glaze
double z কইবো life hack তোরা করবি trace

pre_hook
বাজান, মাগনা পাইলে জিহবা লম্বা, বাঙালি তো খিলাড়ি
আর আন্ধার রাইতের চোরা গুলাই সকাল বেলার বিচারী
ছেঁড়া গেঞ্জি পইড়া আমরা সাজি নাই তো ভিখারি
এই র‍্যাপ সিন ডা জঙ্গল মানে আমরা এনের শিকারী

hook
আমগো zone মানে anti_sympathy
এইসব দয়ামায়ার বিনিময়ে লাগবো না তো খ্যাতি ভায়া (2x)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...