kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

fraze - justice كلمات الأغنية

Loading...

intro:
yeah, skibkhan on the mic
its fraze, yao
আমরা সীমাহীন, তাই কাব্য লিখে যাই
আমরা পরাধীন, তাই যুদ্ধ করে যাই
বল কে স্বাধীন, কেন রাস্তায় মরে যাই
চল ক্ষুধা পেটে আজ বিচার চেয়ে যাই
বল

hook:
we want justice, we want justice (8x)

verse 1 fraze khan:
দেশে স্বপ্ন আমার আকাশ ছোঁয়া , নাই তো সাধ্যে
দুই বেলা খায়া বাইচা থাকা হইসে কষ্টের
দেশে বেকারত্ব কম? তুই জবাব দে প্রশ্নের
পেটে ক্ষুধার জালায় কেন মরণ বৃদ্ধের?

সবজি কিনতে গিয়া বলি চালায় নিমু ডালভাতে
চাল কিনতে গিয়া দেখি, টাকা নাই তো তেলের
মুখ খুলার আগে ঘাড়ে ধইরা ঢুকায় দে জেলে
ঘুষে চাকরি হয়,so yeah f your talent

huh, চারিদিকে শুধু চাটাচাটি
নেতা অভিভাবক হইলে জীবন ফাটাফাটি
ধনী টাকা মারে গরিবের কইরা ফন্দি
লাইনের বাইরে কথা কইলে আমি কারাবন্দী
এইটা নিয়মনীতি, খাঁচায় জনগণ দূর্নীতির
করে ক্ষতি, করতে যায়া পেট নীতি
কালো কালির সাইনেতে আজ রাজনীতি
ব্যাকাপ আর শক্তি নিয়ে হয় খালি কুটনীতি

ভাই, শান্তিতে বাঁচার উপায় নাই
শ্বাস থামে যখন লাশ হয়ে ফিরে আমার ভাই
মামলাতে কেন যানজটে চলে আমার ফাইল?
রাস্তাতে বসা ছাড়া আর কোনো উপায় নাই

ওদের মিছিল মিটিংয়ে সব সাধুভাব ধরেন
আর আন্দোলনে আইসা লাঠিচার্জ মারেন
মিডিয়া কভারেজ শুধু এখন ট্রেন্ডেতে চলে
আর বিচার চাইতে আইসা জনগন মরে

hook:
we want justice, we want justice (8x)

verse 2 skibkhan:
এক দল ছাত্রী ছাত্র
১০ দিন এ takeover রাষ্ট্র
চলে মেরামত, রাস্তা বন্ধ
লুঙ্গি খুলার আগে গুন্ডা ডাকলো
system এর মায়রে বাপ, পয়সা, পরী, drugs
রাজা পার হবে, ফেরীতে পড়ে লাশ
we want justice, we want free speech
বেঁচে থাকতে চাই, we want just these
we need need soldiers, we need more of us
we need the leaders, inside the borders

we need the shohiduls, we need the abrars
salimullah khan you need to teach us
মেধা শূণ্য, জাতি বিভক্ত , সিগারেট legal আর গাঁজা অবৈধ
মিডিয়া অন্ধ, ভন্ড তন্ত্র
নেতার পায়ের নিচে পোষা ছাত্র

gdp গরীব ধ্বংস প্রোগ্রাম
বল কবে শুরু হবে সংগ্রাম?
আমাদের শুধু এক দফা, এক দাবি
সুষ্ঠু বিচার, বল তুই কবে দিবি?

তাইলে শোন, তোদের পতন দিন গুন
আমার অস্ত্র মাইক্রোফোন, কিন্তু সাহস তিন গুন
যারা ঘুম, ডেকে তোল, আমরা ভুল দেখে
শিখে লিখে স্ট্রিটে দেখুম কে টিকে, কে ছুটে কোন দিকে

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...