
franklin (bd) - ami jege thaki كلمات أغنية
Loading...
ভোর হলো কখন
শুনছি আমি পাখির ডাক
দেখছি আমি
সূর্যাস্তটা
সেই তোমার
দু চোখের আঙিনায়
দুঃসহ আমি
জেগে এই রাত্রি
কতো আধার কতো
স্বপ্ন ঘিরে
ভেসে উঠে তোমার ওই
দুই চোখে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
আনমনে
খুজি আজ বৃষ্টির রাতে
তোমার ওই সুর কণ্ঠ কানে
বেজে উঠে
মেঘের ভেলায়
সেই তারার আকাশে
ছায়া হয়ে
থাকবো আমি তোমার পাশে
রাতের আধার কেটে
সকাল হয়ে
তবু ডুবে তোমার ওই
দুই চোখের মাঝে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
كلمات أغنية عشوائية
- woodsy jr. - level up كلمات أغنية
- katie tropp - krazy b!tch كلمات أغنية
- 3 problems - dont play bout my money كلمات أغنية
- lekter - new shool كلمات أغنية
- ñengo flow - no sé de ti كلمات أغنية
- macabre city - 2 chords كلمات أغنية
- diegodiablo - lame كلمات أغنية
- statik selektah - get down كلمات أغنية
- pensativo - #king كلمات أغنية
- r-ya - dokhtare mariz كلمات أغنية