franklin (bd) - ami jege thaki كلمات الأغنية
Loading...
ভোর হলো কখন
শুনছি আমি পাখির ডাক
দেখছি আমি
সূর্যাস্তটা
সেই তোমার
দু চোখের আঙিনায়
দুঃসহ আমি
জেগে এই রাত্রি
কতো আধার কতো
স্বপ্ন ঘিরে
ভেসে উঠে তোমার ওই
দুই চোখে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
আনমনে
খুজি আজ বৃষ্টির রাতে
তোমার ওই সুর কণ্ঠ কানে
বেজে উঠে
মেঘের ভেলায়
সেই তারার আকাশে
ছায়া হয়ে
থাকবো আমি তোমার পাশে
রাতের আধার কেটে
সকাল হয়ে
তবু ডুবে তোমার ওই
দুই চোখের মাঝে
আমাকে আজও বসে
শুনিয়ো তোমার ওই কাহিনী
চাঁদের আলো
জনাক রাতে হাতে হাত রেখে
আমি জেগে থাকি
كلمات أغنية عشوائية
- jims big ego - prince charming كلمات الأغنية
- jim capaldi - that's love كلمات الأغنية
- jason robert brown - someone to fall back on كلمات الأغنية
- jesters funeral - mirror كلمات الأغنية
- ilse delange - deja vu كلمات الأغنية
- jesus lizard - the art of self defense كلمات الأغنية
- jackson united - the day that no one smiled كلمات الأغنية
- ilse delange - breathe in breathe out كلمات الأغنية
- jesus lizard - thumper كلمات الأغنية
- jims big ego - the ballad of barry allen كلمات الأغنية