kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

fossils - stobdho jibon كلمات أغنية

Loading...

স্তব্ধ জীবন চাই না চাইছি
মৃত্যুর যৌনতা
চিৎকার যদি অভিঘাতে ভাঙে

নির্বাক গৌণতা
স্তব্ধ জীবন চাই না চাইছি
মৃত্যুর যৌনতা
চিৎকার যদি অভিঘাতে ভাঙে
নির্বাক গৌণতা

ভেঙে যাক তবে ভেঙেচুরে যাক
(এই) অসহ্য মৌনতা
ভেঙে যাক তবে ভেঙেচুরে যাক
(এই) অসহ্য মৌনতা

বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা

i am sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না

গানে কেউ শুধু বিনোদন খোঁজে
আমি খুঁড়ি যন্ত্রনা
ফেলে ডাস্টবিনে যত উপদেশ
(আর) স্তোকের আবর্জনা
গানে কেউ শুধু বিনোদন খোঁজে
আমি খুঁড়ি যন্ত্রনা
ফেলে ডাস্টবিনে যত উপদেশ
(আর) স্তোকের আবর্জনা

শিকড়বিহীন মানুষকে তুমি রূপকথা শুনিয়ো না

তুমি টুং টাং শুনো আমার বদলে
গালাগালি দিয়ো সহ্য না হলে
তবু এ কণ্ঠ কিনে নিতে পারবে না
তুমি ফিরে যাও কোনও জুরাসিক কালে
খুন করে ফেলো আমায়, না হলে
বেঁচে গেলে ফের পরাজিত হারবে না

বাঁধি মিনমিনে সব সুরের বদলে
একা অন্তঃপুরের বদলে
যুদ্ধক্ষেত্রে সমবায় শামিয়ানা

i am sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না

আমি sorry তোমাদের অসুবিধে হলে
তবু সব অনুভূতি গেছে জ্বলে
অনুভব আর বেঁধে রাখা যাচ্ছে না

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...