
fossils - phire chaulo (ফিরে চলো) كلمات أغنية
আমি ভিজেছি শহরের সন্ধ্যায়
সাইকেডেলিক আলোয়
ঘুম ভেঙেছে এলার্মের শব্দে
আমি ফিরতে চেয়েছি ভালোয়
আমি ফিরেছি ফের তোমার কথায়
আর তোমার মায়াবী স্পর্শে
আশ্রয় নিতে বারবার বিগত
শত শহস্র আলোকবর্ষে
তুমি বলেছিলে ভালোবাসা
সব চেয়ে বড় হতে পারে
কারো নিঃস্তরঙ্গ জীবন স্রোতে
কালবৈশাখী হতে পারে
ঘরভাঙা ভালোবাসা পারে
ফের অন্য ঘর গড়ে দিতে
বিশ্বাসের নিঃশ্বাসে ভালোবাসা
পারে ক্রোধ তুচ্ছ করে দিতে
ফিরে চলো, সব ছিঁড়ে চলো
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ফিরে চলো, সব ছিঁড়ে চলো
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ও হো_ও_ও…
অসময় যখন আমাকে
ঘিরে আঁকে অভিশাপের বলয়
ও মহাপ্রলয়ে উড়িয়ে দেব
যত বিস্ফোরনের শুকনো ছাই
আমি ব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলোয়
লিখে দেবো শুধু তোমাকে চাই
তুমি হয়তো এখনো জানোনা
কারো সাধ্য নেই আমায় আটকায়
আমি ভালোবাসবো আবার তোমায়
যত বেশী ভালোবাসা যায়
ফিরে চলো সব ছিঁড়ে চলো
যেখানে মন যেতে চায়
আমি আছি তোমার অপেক্ষায়
স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়
ফিরে চলো সব ছিঁড়ে চলো
আমাদের অপূর্ণ ইচ্ছায়
আমি আছি তোমার অপেক্ষায়
জীবনে যখন শেষ ট্রেন দাঁড়ায় (x3)
كلمات أغنية عشوائية
- tom&zuzha - луи v (louis v) كلمات أغنية
- s3huncho - capable كلمات أغنية
- kittydog - directions كلمات أغنية
- cymon cole - drop dead gorgeous كلمات أغنية
- kotarou19 - meisterdetektiv كلمات أغنية
- io (jpn) - 本牧カーチェイス (honmoku car chase) كلمات أغنية
- gigi cerqueira - à vontade كلمات أغنية
- jungle dream - autopsy turvy كلمات أغنية
- prince swanny - liff up كلمات أغنية
- pryvt - back to reality (demo) كلمات أغنية