
fossils - mrito manush كلمات أغنية

কিছুটাতো সময় লাগে
সময় হবার আগে
নিজেকে গুছিয়ে নিতে
কান্না মুছিয়ে দিতে
কিছুটাতো সময় লাগে
স্মৃতিগুলো ভুলিয়ে দিতে
চেনা কোনও পথের বাঁকে
ফেলে যেতে অতীতটাকে
স্তব্ধ সমাধিতে
যাচ্ছ মিশে যেতে
এসো মৃত মানুষ
চলো আকাশে উড়ি—
কিছুটাতো সময় লাগে
স্মৃতিগুলো ভুলিয়ে দিতে
চেনা কোনও পথের বাঁকে
ফেলে যেতে অতীতটাকে
স্তব্ধ সমাধিতে
যাচ্ছ মিশে যেতে
এসো মৃত মানুষ
আজ আকাশে উড়ি—
দেব কি দেব না কান— তবু কানে ঢেলেছি গুজব
কাল থেকে পৃথিবীতে শুরু ভালবাসবার উৎসব
তবু অ-মৃত আকাঙ্ক্ষারা রক্তে রেখেছে ফের দাঁত
এই মধুর সময়ে বড় বিচ্ছিরি এই উৎপাত
প্রতিবিম্বরা আয়নাকে বলে— “চলে যাবি, যা দেখি”
নীলচে চাঁদের রাতে তাই ভেবে মিছে কেউ কাঁদে কি?
কোনও মৃতপ্রায় প্রসঙ্গ কবরের ঢাকনা সরায়
জাগে অনামিকা তারই দংশনমোহে মৃতশয্যায়
কিছুটাতো সময় থাকে
শেষ হয়ে যাওয়ার আগে
বেঁচে যাওয়া অনুরাগে
কোনও সূচনা কি ডাকে
বহুপথ ঘুরে ঘুরে
বিষ এই শরীর জুড়ে
এ জীবন তোমার হাতে
মৃত্যু অপঘাতে
তোমার মৃত্যু মিছিল
আমি হলাম সামিল
এসো মৃত মানুষ
كلمات أغنية عشوائية
- kurt vile - hunchback كلمات أغنية
- browning - suit and tie كلمات أغنية
- kenny loggins - lady luck كلمات أغنية
- haystak - titanic كلمات أغنية
- fort frances - please don't wait up كلمات أغنية
- acherontas - beyond the mazeways to ophidian gnosis كلمات أغنية
- acid witch - witchfynder finder كلمات أغنية
- sia - blank page كلمات أغنية
- brutal truth - all work and no play كلمات أغنية
- shaggy - fight this feeling كلمات أغنية