
fossils - maa (মা) كلمات أغنية
Loading...
তুমি তোমারি ধরারই মাঝে
মোরে পাঠালে আপন কাজে
ও তুমি তোমারি ধরারই মাঝে
মোরে পাঠালে আপন কাজে
আমি খেলা করি পথে ফিরি পথ হতে
আঁধারও জীবনও সাঁঝে
আমি দাঁড়ায়ে ছিলাম তাই
ভীত, নীরব অপরাধী সম
সুধালে জবাব নাই (x2)
মা তোর স্নেহের শাসনে
ক্ষমার আদরে
মা তোর স্নেহের শাসনে
ক্ষমার আদরে
হৃদয় গিয়েছে গলে
ও মা এই যে নিয়েছো কোলে
ও মা এই যে নিয়েছো কোলে
ও মা এই যে নিয়েছো..
আগে খুব করে মোরে মেরে ধরে
আগে খুব করে মোরে মেরে ধরে
শেষে আয় যাদু বাছা বলে..
ও মা এই যে নিয়েছ কোলে..
كلمات أغنية عشوائية
- maria haukaas storeng - too taboo كلمات أغنية
- heaven's tea - beep كلمات أغنية
- lil uzi vert - rich forever كلمات أغنية
- krukoś - mam czas كلمات أغنية
- lil tooth - i'm sry كلمات أغنية
- yves laurence - so perfect كلمات أغنية
- jäger - 10 shøts shit كلمات أغنية
- a small victory - something isn't right كلمات أغنية
- choice - toda noite كلمات أغنية
- hubert-félix thiéfaine - maalox texas blues كلمات أغنية