fossils - keno karle كلمات الأغنية
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যত তীব্রতা আছে
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালবেসে আমার নিহন্তাকে
দুঃস্বপ্নে দু’চোখ শাস্তি যাবজ্জীবন
কি করে ভুলি রাজকন্যাকে
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
ভোরের বাতাসে যত স্নিগ্ধতা আছে
বন্ধক রেখেছিলাম প্রেমের কাছে
রোদের আদরে যত তীব্রতা আছে
হেলায় ফিরিয়ে দিয়েছি আকাশে
নিঃস্ব নিঃস্ব নিঃস্ব এক বিশ্ব বিস্ময়ে
ভালবেসে আমার নিহন্তাকে
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
আজ নকল লাগে সব সুখের কাহিনী
দীর্ঘশ্বাস দীর্ঘ যামিনী
নতুন পরিচয়ে বাড়ে শুধুই গ্লানি
হাতড়ায় হাত ছুঁতে চায় যাকে চিনি
উফ! কতদিন তোমাকে দেখিনি
দেখতেও চাইনা একথা মিথ্যে নয়
আসলে জীবন বলে সত্যিই কিছু নেই
জীবন জীবিত থাকার অভিনয়
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
কেন করলে এরকম, বলো
কেন করলে এরকম…
কেন করলে এরকম, বলো
كلمات أغنية عشوائية
- ihymisery - mushy flesh كلمات الأغنية
- six impossible things - what's left of me كلمات الأغنية
- asesino [pr] - sigan viajando كلمات الأغنية
- ya yakov - el chlenema كلمات الأغنية
- toothbrush_butt - i don't know why i made this كلمات الأغنية
- blaise thresher - thunderstorm (simlish version) كلمات الأغنية
- format6537 - colds(холода) كلمات الأغنية
- mvrk & dreemy - como todas كلمات الأغنية
- tom jones - us كلمات الأغنية
- dirty monster - wanna come and play كلمات الأغنية