fossils - ghreena كلمات الأغنية
ঘৃণা ঘৃণা ঘৃণা
আজ থেকে আর তোকে ভালবাসি না
ঘৃণা ঘৃণা শুধু ঘৃণা
আজ থেকে আর তোকে ভালবাসি না
ভালবাসা মরীচিকার নিষিদ্ধ হয়রানি
জানি জানি আমি জানি
আমার অণু পরমাণু সবাই জানে
কিছু মেলে না ধরে নেওয়ায় আর অনুমানে
অনুপ্রেরণার বেনোজলে বান আসে
চোখ ভাসে মন ভাসে মহাকাশে
ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা
ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা
ঘৃণা ঘৃণা দেবো ঘৃণা
ভেবে দেখো ইন্সপায়ার্ড হবে কিনা
হৃদয়ে গুজব এই মগজ এক পোড়ো বাড়ি
একা খেয়াল নোনা দেওয়াল আমি তার-ই
রোজ রাতে একা শুতে তাই ভয় লাগে
তাই খুঁজি অশরীরী আগে-ভাগে
কত কথা বলি যা-তা ভূতেদের সাথে
মাঝরাতে বিছানাতে ছলনাতে
ঘৃণা ঘৃণা ঘৃণা
ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা
ঘৃণা ঘৃণা তবু ঘৃণা
ক্লান্ত শরীরে পাশ ফিরে শুয়ে ঘৃণা
ঘেন্না লাগে তাই রাগে সব ছেড়ে ছুড়ে
দূরে দূরে চলি দূরে
দূরে দূরে বহু দূরে
দূরে দূরে আরও দূরে
চলি দূরে দূরে…
كلمات أغنية عشوائية
- arslan khaskheli - space girl كلمات الأغنية
- israel novaes - rebola assim كلمات الأغنية
- sc static - sad كلمات الأغنية
- dxrn - 9102702203 كلمات الأغنية
- szad akrobata - dług كلمات الأغنية
- natti - g.o.r. (gods of rap) كلمات الأغنية
- rush - show don't tell كلمات الأغنية
- alex martin - can't back down كلمات الأغنية
- discarda - rhyme on (preditah remix) كلمات الأغنية
- gode ord dør sist - trondheim كلمات الأغنية