fossils - bishakto manush-বিষাক্ত মানুষ كلمات الأغنية
Loading...
সে চেনালো
আমাকে, এ শহরের অলিগলি
সে পাঠালো
উপহার
একটা চক্রব্যূহ
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
আমি ভালবাসি যাকে, সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে, সাপের ছোবল
নিলয়ে_অলিন্দে খামখেয়ালি প্রবাহ
আমি দেখেছি আঁধারে, দেখেছি আলোকে
যেমন করে দেখে কোনো মুগ্ধ বালকে
বীভৎস শরীরে, বিষাক্ত ক্ষত
অবিশ্বাস ও ঘৃণার প্রতিমা শাশ্বত
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
كلمات أغنية عشوائية
- ani difranco - minerva كلمات الأغنية
- mxpx - the silver screen كلمات الأغنية
- xzibit - crazy ho كلمات الأغنية
- brian mcfadden - lose lose situation كلمات الأغنية
- natasha thomas - i'm just a little bit shy كلمات الأغنية
- don williams - you love me through it all كلمات الأغنية
- lionel richie - still كلمات الأغنية
- bellefire - the flame كلمات الأغنية
- r kelly - love street كلمات الأغنية
- rupee - flaunt it كلمات الأغنية