
fossils - bishakto manush-বিষাক্ত মানুষ كلمات أغنية
Loading...

সে চেনালো
আমাকে, এ শহরের অলিগলি
সে পাঠালো
উপহার
একটা চক্রব্যূহ
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
আমি ভালবাসি যাকে, সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে, সাপের ছোবল
নিলয়ে_অলিন্দে খামখেয়ালি প্রবাহ
আমি দেখেছি আঁধারে, দেখেছি আলোকে
যেমন করে দেখে কোনো মুগ্ধ বালকে
বীভৎস শরীরে, বিষাক্ত ক্ষত
অবিশ্বাস ও ঘৃণার প্রতিমা শাশ্বত
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
كلمات أغنية عشوائية
- marina city - not all who wander are lost كلمات أغنية
- x-zite - hypochondrie kollabo كلمات أغنية
- deadlights (post-hardcore) - order without order كلمات أغنية
- busta rhymes - respect my conglomerate 2 كلمات أغنية
- en?gma - gotham كلمات أغنية
- mc saundierez - dembele the muscle كلمات أغنية
- cash l3wis - be heard كلمات أغنية
- yasa amenti - yasa - söndü güneş كلمات أغنية
- sheen skaiz - towers كلمات أغنية
- spice - hide & do it كلمات أغنية