
fossils - bishakto manush-বিষাক্ত মানুষ lyrics
Loading...

সে চেনালো
আমাকে, এ শহরের অলিগলি
সে পাঠালো
উপহার
একটা চক্রব্যূহ
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
আমি ভালবাসি যাকে, সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে, সাপের ছোবল
নিলয়ে_অলিন্দে খামখেয়ালি প্রবাহ
আমি দেখেছি আঁধারে, দেখেছি আলোকে
যেমন করে দেখে কোনো মুগ্ধ বালকে
বীভৎস শরীরে, বিষাক্ত ক্ষত
অবিশ্বাস ও ঘৃণার প্রতিমা শাশ্বত
সে চক্রব্যূহে আজও, বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও, গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে, তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে, মরে যাবার আশায়
كلمات أغنية عشوائية
- suzanne vega - salt water lyrics
- misanthrope - maimed liberty lyrics
- suzanne vega - room off the street lyrics
- suzanne vega - private goes public lyrics
- misanthrope - les litanies de satan lyrics
- suzanne vega - one world (for one world one voice) lyrics
- sublime - don't wanna be no mtv motherfucker lyrics
- sublime - dub medly 2 lyrics
- sublime - freestyle lyrics
- suzanne vega - lightning lyrics